ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

চূড়ান্ত হিসাবে মাথাপিছু আয় বেড়ে ২৫৯১ ডলার

8 February 2022, 4:55:17

গত ২০২০-২১ অর্থবছরে দেশে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৫৯১ মার্কিন ডলার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চূড়ান্ত হিসাবে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে বিবিএসের এ তথ্য তুলে ধরা হয়। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।

বিবিএসের চূড়ান্ত হিসাব অনুযায়ী, গত ২০২০-২১ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) নয় মাসের সাময়িক হিসাবে ২ হাজার ৫৫৪ মার্কিন ডলার হয়েছিল। অর্থবছর শেষে চূড়ান্ত হিসাবে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৫৯১ মার্কিন ডলার হয়েছে।

সরকার সামগ্রিকভাবে ভালো করায় মাথাপিছু আয় বেড়েছে বলে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রতি বছর মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও অর্থনৈতিক প্রবৃদ্ধির হারসহ কতিপয় গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক প্রাক্কলন প্রকাশ করে আসছে। এ পর্যায়ে চূড়ান্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২০ অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব প্রকাশ করা হয়েছে।

পরিকল্পনামন্ত্রী বলেন, চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২০-২১ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে শতকরা ৬ দশমিক ৯৪ ভাগ, যা সাময়িক হিসাবে ছিল ৫ দশমিক ৪৩ ভাগ । চূড়ান্ত হিসাবে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৫৯১ মার্কিন ডলার বা ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা।

রপ্তানি প্রবৃদ্ধি ও রেমিট্যান্স বাড়ার ফলে অর্থনীতির আকার বেড়েছে এবং অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। মাথাপিছু আয় বাড়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের রপ্তানি আয় বেড়েছে। ব্যক্তি বিনিয়োগ বেড়েছে ১৪ শতাংশ। আমাদের রেভিনিউ ১৪ শতাংশ বেড়েছে। এসব কারণে মোট জিডিপির পরিমাণ বাড়ায় আমাদের মাথাপিছু আয় বেড়েছে।’

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: