ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

২৮ আগস্ট থেকে অনির্দিষ্টকালের রেল ধর্মঘট

17 August 2023, 5:23:33

রাজশাহী রেলস্টেশনে বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১১ থেকে জড়ো হতে থাকেন পশ্চিমাঞ্চল রেলওয়ের লোকোমাস্টার, ট্রেন চালক, গার্ড, টিটিইসহ রানিং স্টাফরা। তাদের দাবি আগামী ২৭ আগস্টের মধ্যে ৭৫ শতাংশ মাইলেজ যোগ করে পেনশন ও আনুতোষিক প্রাপ্যগুলো স্পষ্টভাবে আদেশ মারফত জারি করতে হবে। অন্যথায় আগামী ২৮ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করা হবে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত রাজশাহী রেলস্টেশনে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিক কমিটির উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি ও কর্মবিরতি পালন করা হয়।

এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রানিং স্টাফ ঐক্য পরিষদের সমন্বয়ক মুজিবুর রহমান।

এ সময় স্টেশনে অবস্থানরত আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে তাদের এ প্রাপ্য অর্থ বুঝিয়ে দেওয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে বার বার তাদের আশ্বাস দেওয়া হলেও এর প্রতিফলন হয়নি। সারা দেশে এমন রানিং স্টাফ রয়েছেন প্রায় চার হাজার। সারা দেশের সবাই এ আন্দোলনে শামিল হয়েছেন।

সমাবেশে বক্তব্য রাখেন রানিং স্টাফ ঐক্য পরিষদের পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিক কমিটির আহ্বায়ক বি এম শহিদুল আলম রানা, গার্ড কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজাল হোসেন, টিটিই অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওয়ালীউল্লাহ বাবু, বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক এম এম শাহেদ আলী প্রমুখ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: