- তীব্র গরম, মাধ্যমিক বিদ্যালয় খোলা থাকলেও মানতে হবে যেসব নির্দেশনা
- মধ্যরাতে দুঃখ প্রকাশ করলেন পরীমনি
- সাকিবের না থাকা আমাদের জন্য চিন্তার কারণ: নান্নু
- ইউক্রেনে রাতভর আক্রমণ চালিয়েছে রাশিয়া
- সিলেটে বিএনপির ৪৩ নেতা আজীবন বহিষ্কার
- মে মাসে মূল্যস্ফীতি ৯.৯৪ শতাংশ, এক দশকে সর্বোচ্চ
- ২ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
- সামনের সব নির্বাচন অবাধ-সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক হবে: শেখ পরশ
- বাজেট ডিব্রিফিং সেশন এমপিদের গুরুত্বপূর্ণ ধারণা দিচ্ছে: স্পিকার

সৈকতে ফের ভেসে এল ৪২ ফুটের মৃত তিমি

কক্সবাজার সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভসংলগ্ন হিমছড়ি পয়েন্টে আবারও ভেসে উঠল বিশালাকার একটি মৃত তিমি।
শনিবার সকালে মরা-পচা তিমিটি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। তিমিটি আনুমানিক সাত বছর বয়সী এবং ৪২ ফুট দীর্ঘ পাঁচ ফুট প্রস্থ হবে বলে ধারণা স্থানীয় জেলেদের।
স্থানীয়রা জানান, লকডাউনের কারণে সাগরে মাছধরার ট্রলার বন্ধ। তাই তিমিগুলো সহজেই তীরে ভেসে এসেছে।
অনেকে বলছেন, বাংলাদেশের জলসীমায় সচরাচর এতো বিশালাকার তিমির দেখা মেলে না। শান্ত সাগরে কীভাবে পরপর মৃত তিমি তীরে ভেসে এলো এটির আসল রহস্য বিশেষজ্ঞরাই বের করতে পারবেন।
এদিকে, সাগরে মৃত তিমি ভেসে আসার খবরে ঘটনাস্থলে ছুটে গেছেন স্থানীয় লোকজনসহ উৎসুক জনতা।
এসময় এক নজর বিশাল আকারের মৃত তিমিটি দেখতে শুক্রবারের মতো শনিবারও ফের ভিড় করে মেরিন ড্রাইভ সড়ক হয়ে চলাচলকারী গাড়ির যাত্রী ও সাধারণ পথচারীরা।
সবার মধ্যে দেখা দিয়েছে কৌতূহল। অনেকে তিমির পাশে ঘেঁষে ছবি তুলছেন। লাইভ করছেন গণমাধ্যমকর্মীরা।
এদিকে প্রত্যক্ষদর্শীদের মতামত, বঙ্গোপসাগরে জেলেদের হত্যার শিকার হচ্ছে এই বিশাল আকারের তিমি।
উল্লেখ্য, কক্সবাজার সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভস্থ হিমছড়ি পয়েন্টে শুক্রবার ভেসে আসা বিশাল আকারের মৃত তিমিটি কয়েক টুকরো করে মাটিতে পুঁতে ফেলা হয়। এই কাজটি সম্পন্ন করেন কক্সবাজার জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরসহ সংশ্লিষ্টরা।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: