ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

জয়পুরহাট সীমান্তে মিষ্টি দিয়ে বিজিবি-বিএসএফের ঈদ শুভেচ্ছা

3 May 2022, 7:36:21

বাংলাদেশের মুসুলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় পর্ব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেচড়া সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সিকিউরিটি ফোর্স বিএসএফের সদস্যরা।

মঙ্গলবার (৩ মে) দুপুরে পাঁচবিবি সীমান্তের ২৮১ মেইন পিলারের শূন্যরেখায় ২০ বিজিবির হাটখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার মোজ্জামেল হক বিএসএফকে মিষ্টি উপহার দেয়। এসময় ভারতের বিএসএফের গয়েশপুর ও চকগোপাল ক্যাম্প থাকায় উভয় ক্যাম্প কমান্ডার এন পি প্রধান ও সারাবজিৎ সিংকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়।

হাটখোলা বিজিবির ক্যাম্প কমান্ডার মোজ্জামেল হক বলেন, সীমান্তে দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দুদেশের মধ্যে বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসব গুলোতে পরস্পর মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: