হোম / সারা বাংলা / বিস্তারিত
কড়া নিরাপত্তায় ইকবালকে আনা হলো কুমিল্লায়
22 October 2021, 5:57:19
কক্সবাজারে আটকের পর কড়া নিরাপত্তায় পূজামণ্ডপে কোরআন রাখা সেই ইকবাল হোসেনকে কুমিল্লায় আনা হয়েছে।
শুক্রবার দুপুর ১২টায় একটি কালো মাইক্রোবাসে করে তাকে কুমিল্লা পুলিশ লাইনে আনা হয়।
বৃহস্পতিবার রাতে তাকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। পরে ওই রাতেই পুলিশের একটি টিম কক্সবাজার পৌঁছে ইকবালকে সনাক্ত করে।
পরে কক্সবাজার পুলিশের কাছ থেকে ইকবালকে নিয়ে ভোররাতে রওনা হয়ে দুপুরে এসে কুমিল্লা এসে পৌঁছায় কুমিল্লা পুলিশ।
এদিকে, জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে ইকবালকে জিজ্ঞাসাবাদ করে বিকালের পর উল্লেখিত বিষয়ে প্রেস ব্রিফিং করে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: