ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

সিলেটে ট্রাকচাপায় প্রাণ গেলো ২ পথচারীর

26 September 2021, 1:09:52

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ট্রাকচাপায় দুই পথচারীর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

নিহতরা হলেন-সিলেটের গোলাপগঞ্জের কামরুল ইসলাম (৫০) ও খুলনা জেলার সোনাডাঙ্গা থানার নবীনবাগ এলাকার হানিফ উল্লার ছেলে ইদ্রিস আলী (৩৫)।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, দেশবন্ধু পার্সেল কোম্পানির একটি ট্রাক প্রথমে ধীরে চলা অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। পরে মহাসড়কে থাকা দুই পথচারীকে পেছন থেকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: