ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

চাঁপাইনবাবগঞ্জের শীবগঞ্জে বজ্রপাতে ১৭ জন নিহত

4 August 2021, 7:38:54

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ পাকা টেলিখারি ফেরীঘাট এলাকায় আজ দুপুর ১২টায় বজ্রপাতে একই পরিবারের সাতজনসহ কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ১৫ জন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি জানান, পদ্মা নদী পার হয়ে একটি বরযাত্রীর দল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। বেলা ১২টার দিকে পথে বৃষ্টি শুরু হলে তারা টেলিখারি এলাকায় নেমে একটি চালার নিচে অপেক্ষা করছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ১৫ জন মারা যান এবং হাসপাতালে নেয়ার পথে আরও দু’জন মারা যান।

ইউএনও বলেন, নিহতদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৫ জন মহিলা। তাৎক্ষণিকভাবে সব মৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানা না গেলেও জানা গেছে, নিহতদের মধ্যে ১৬ জন সদর উপজেলার এবং একজন শিবগঞ্জ উপজেলার। আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নুরুন্নাহার নাসু জানান, হাসপাতালে ৬টি মৃতদেহ এবং ৪ জন আহত ব্যক্তিকে আনা হয়েছে।

তিনি বলেন, আহত চারজনের অবস্থা খুবই সংকটজনক এবং তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হতে পারে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: