ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

12 July 2021, 9:30:57

সাতক্ষীরার কালিগঞ্জে সীমান্ত দিয়ে ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুর রাজ্জাক (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (১২ জুলাই) ভোররাতে সীমান্তের ইসামতি নদীর খারহাট এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবকের মরদেহ ফেরত পেতে স্থানীয় বসন্তপুর বিজিবি ক্যাম্পে লিখিত আবেদন করেছে পরিবার।

নিহত আব্দুর রাজ্জাক কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের রমজান আলীর ছেলে।

নিহতের চাচা আব্দুস সালাম ওরফে সবুজ হোসেন জানান, আব্দুর রাজ্জাকের মরদেহ ফেরত পাওয়ার জন্য দুপুর ১টার দিকে বসন্তপুর বিজিবি ক্যাম্পের অধিনায়কের কাছে লিখিত আবেদন করেছি। তবে তারা বলছে, বিএসএফের কাছে থেকে এখনো কোনও সংবাদ পায়নি।

কালিগঞ্জ উপজেলার বসন্তপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার খলিলুর রহমান জানান, আব্দুর রাজ্জাকের পরিবার মরদেহ ফেরত পেতে আবেদন করেছে। তবে বিষয়টি নিয়ে বিএসএফের পক্ষ থেকে এখনও কিছু জানায়নি।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: