ইন্টারনেট
হোম / রাজধানী / বিস্তারিত
ADS

হাফ পাশ আন্দোলনে হামলার প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের মশাল মিছিল

23 November 2021, 8:51:57

সাইন্সল্যাবের গণপরিবহনে হাফ পাশ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এসময় হামলায় জড়িতের বিচার নিশ্চিত করে হাফ পাশের প্রজ্ঞাপন জারির দাবি জানান তারা। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি টিএসসি থেকে শুরু করে কলাভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, মধুর ক্যান্টিন হয়ে রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব, সহ-সভাপতি তারেক আদনান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আকরাম হোসেন। বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীদের সবার আগে পরিচয় তারাও ছাত্র। তারা হামলা না করে এই আন্দোলনে সংহতি জানানো উচিত ছিলো। কারণ হাফ পাশ তাদের ক্ষেত্রেও প্রয়োজন। কিন্তু তারা সেটি না করে তাদের চিরায়ত চরিত্র দেখিয়েছে। এই ঘটনার দ্রুত বিচার দাবি করছি। একইসঙ্গে অবিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে হাফ পাশের প্রজ্ঞাপন জারির দাবি জানাচ্ছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন বলেন, ‘বর্তমানে দেশে যেকোনো অপরাধ সংঘটিত হলেই তাতে ছাত্রলীগের নাম জড়িত থাকে৷ সাইন্সল্যাবের ঘটনাও তাই। আজকে যারা এমপি মন্ত্রী তারাও হাফ পাশের সুবিধা নিয়েছেন। এটি শিক্ষার্থীদের অধিকার, ভিক্ষা নয়। অতি দ্রুত প্রজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের এই অধিকার বাস্তবায়ন করা হোক।’

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: