ইন্টারনেট
হোম / রাজধানী / বিস্তারিত
ADS

ফতুল্লায় গ্যাসলাইন বিস্ফোরণ: চলে গেলেন ঝুমা

15 November 2021, 10:24:50

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসলাইনে বিস্ফোরণে দগ্ধ হওয়া একই পরিবারের ছয়জনের মধ্যে একজন মারা গেছেন। তার নাম ঝুমা রানী।

সোমবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মৃত্যু হয় ১৯ বছর বয়সী ঝুমার।

ঝুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন। তিনি জানান, আগুনে ঝুমার শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল।

গত শুক্রবার ভোরে ফতুল্লার লালখার মোড় এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় গ্যাসলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন। দগ্ধ সবাইকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য আনা হলে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তুলসী রানী ও তার মেয়ে ঝুমা রানীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে আজ মারা যান ঝুমা।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: