ইন্টারনেট
ADS

সৌদিতে চাঁদ দেখা যায়নি, বিশ্বের বিভিন্ন দেশে ঈদ সোমবার

30 April 2022, 10:17:41

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শনিবার (৩০ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী সোমবার (২ মে) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপিত হবে।

শনিবার রাতে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ জানিয়েছেন, আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই রবিবার (১ মে) সৌদিতে রমজান মাসের শেষ দিন পালিত হবে। ফলে শাওয়াল মাসের প্রথম দিন সোমবার দেশটিতে ঈদুল ফিতর পালিত হয়। হিজরি ক্যালেন্ডারে রমজান মাসের পর এই মাসের আগমন ঘটে।

এর আগে আবুধাবি-ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারও (আইএসি) বলেছে, আজ শনিবার (৩০ এপ্রিল) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

অর্থাৎ রবিবার (১ মে) ওই অঞ্চলে রমজান মাসের শেষ দিন। এর পরের দিন (২ মে) উদযাপিত হবে ঈদুল ফিতর।

এদিকে শনিবার বাংলাদেশে ২৮ রোজা শেষ হয়েছে। যদি ৩০ রোজা হয় তাহলে বাংলাদেশে মঙ্গলবার ঈদ হবে। আর ২৯ রোজা হলে সোমবার ঈদ হবে। রবিবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়া বা না যাওয়ার ওপর বিষয়টি নির্ধারণ হবে। তবে, বাংলাদেশে সাধারণত সৌদি আরবের পরের দিন ঈদ উদযাপন হয়। সে হিসেবে (রবিবার চাঁদ না দেখা গেলে) মঙ্গলবার ঈদ হওয়ার সম্ভাবনাই প্রবল।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: