ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

হুথি নেতাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

26 January 2024, 10:43:09

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে বিদ্রোহী মিলিশিয়াদের হামলার পেছনে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন উচ্চপদস্থ হুথি নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার ট্রেজারি ফর টেররিজম অ্যান্ড ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের আন্ডার সেক্রেটারি ব্রায়ান ই নেলসন এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ইসরাইলকে বিচ্ছিন্ন করলেই আগ্রাসন ও হত্যাযজ্ঞ বন্ধ করা সম্ভব: ইরান

তিনি বলেন, লোহিত সাগর ও এডেন উপসাগরে বৈধভাবে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ এবং তাদের বেসামরিক ক্রুদের ওপর হুতিদের অব্যাহত সন্ত্রাসী হামলা আন্তর্জাতিক সরবরাহ চেইন ও নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করার হুমকি সৃষ্টি করেছে। বৈশ্বিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য স্বাভাবিক এবং স্বাধীন চলাচল গুরুত্বপূর্ণ।

নিষেধাজ্ঞা আরোপকারীদের মধ্যে গোষ্ঠীটির তথাকথিত ‘প্রতিরক্ষামন্ত্রী’ মোহাম্মদ আল-আতিফি এবং হুথি নৌবাহিনীর নেতারাও রয়েছেন।

ইরান সমর্থিত হুতিরা বলছেন, লোহিত সাগরে এই হামলা গাজায় ইসরাইলের সামরিক অভিযানের প্রতিশোধ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: