ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

এবার ২৮৭ জন ব্রিটিশ এমপির ওপর রাশিয়ার তোপ

27 April 2022, 7:42:56

রাশিয়া ২৮৭ জন ব্রিটিশ পার্লামেন্ট সদস্যের (এমপি) উপর ব্যক্তিগত বিধিনিষেধ আরোপ করেছে এবং তাদের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে বলে বুধবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

ওই ব্রিটিশ এমপিদের বিরুদ্ধে ‘অনাকাঙ্ক্ষিত রুসোফোবিক হিস্টিরিয়া’র আগুনে ঘি ঢালার অভিযোগ এনেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হাউস অব কমন্সের সদস্যদের ওপর এই নিষেধাজ্ঞা ১১ মার্চ রুশ পার্লামেন্টের নিম্নকক্ষের ৩৮৬ সদস্যের ওপর দেওয়া যুক্তরাজ্যের নিশেধাজ্ঞার জবাবে দেওয়া হয়েছে।

এর আগে, ১৬ এপ্রিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস, সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে এবং স্কটল্যান্ডের প্রথম মন্ত্রী নিকোলা স্টার্জনসহ ১৩ জন ব্রিটিশ সরকারের সদস্য এবং রাজনীতিবিদের রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া দেয় মস্কো।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: