ইন্টারনেট
হোম / আজকের রান্না / বিস্তারিত
ADS

মুগডালে চিতল মাছ

7 November 2021, 6:04:51

আজ আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করবো যা আপনি ভাতের সাথেতো বটেই খিচুড়ি কিংবা পোলাওয়ের সাথেও খেতে পারেন। এটা বলতে পারি একবার খাবার পর বারবার খেতে ইচ্ছা করবে। তো চলুন জেনে নেই আজকের রেসিপি মুগডালে চিতল মাছ কিভাবে রান্না করবেন!

মুগডালে চিতল মাছ রান্নার নিয়ম
উপকরণ
মুগডাল -৪০০ গ্রাম
চিতল মাছের পেটির পিস -৪ পিস
পেঁয়াজ কুচি – ১ কাপ
রসুন বাটা -১ টেবিল চা চামচ
আদা বাটা – ১ চা চামচ
হলুদ গুঁড়া-১ চা চামচ
জিরা গুঁড়া-১ চা চামচ
ধনিয়া গুঁড়া-১ চা চামচ
মরিচ গুঁড়া-১ চা চামচ
লবণ -স্বাদমতো
কাঁচা মরিচ -৩/৪টি
টক দই – ১ কাপ পরিমাণ
তেল-পরিমাণমতো
পানি -পরিমাণমতো
ধনেপাতা কুচি -স্বাদমতো

প্রণালী
১) প্রথমে মুগডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখুন।

২) এরপর একটি ফ্রাইপ্যানে পরিমাণমতো তেল দিন। তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি আর সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিন।

৩) এরপর এর মধ্যে রসুন বাটা, আদা বাটা, জিরা ও ধনিয়া বাটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে মসলাগুলো মিশিয়ে নিন। এরপর দিয়ে দিন হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া।

৪) এখন সামান্য নেড়ে পানি দিয়ে সব মসলা ভালো করে কষিয়ে নিন। মসলা কষানো হয়ে গেলে এর মধ্যে টকদই দিয়ে ১/২ মিনিট নাড়াচাড়া করুন। এখন এতে দিয়ে দিন ভেজানো মুগেরডাল ও আবার নাড়াচাড়া করুন এবং পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন। ডাল সিদ্ধ হয়ে এলে এতে মাছের পেটিগুলো দিয়ে আবার ঢেকে দিন। এ সময় চুলার আচঁ অবশ্যই মিডিয়াম থাকবে। নামানোর আগে ফালি করা কাঁচা মরিচ আর ধনেপাতা কুচি দিয়ে দিন। যখন মাখা মাখা ঝোল থাকবে তখন নামিয়ে পরিবেশন করুন মজাদার এই মুগডালে চিতল মাছ!

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: