ইন্টারনেট
হোম / আজকের রান্না / বিস্তারিত
ADS

শিম আলু ভাজি

27 October 2021, 10:48:57

উপকরনঃ শিম ২৫০ গ্রাম, মাঝারী সাইজের আলু ২ টি, হলুদের গুড়া আধা চা চামচ, কাঁচা মরিচ ৫-৬ টি, গোটা জিরা সামান্য, লবণ ও সয়াবিনের তেল পরিমান মত। প্রনালীঃ শিম ও আলু চারকোনা বা কুচি কুচি করে কেটে ধুয়ে নিন। এবার কড়াইয়ে পরিমান মত তেল দিয়ে চুলায় আঁচ দিতে থাকুন। তেল গরম হলে পেয়াজ কুচি ও কাঁচা মরিচ ফালি দিয়ে হালকা বাদামী রঙ এ ভেজে নিন। পেয়াজ ও মরিচ বাদামী রঙ এ হয়ে এলে সামান্য গোটা জিরা দিয়ে নেড়ে শিম ঢেলে দিন। এবার চুলার আঁচ সামান্য কমিয়ে পাত্রে মুখে ঢাকনা দিয়ে দিন। প্রায় ৫ মিনিট পর লবণ ও হলুদের গুড়া দিয়ে আরও কয়েকবার নেড়ে দিন। এভাবে নাড়তে নাড়তে যখন শিম সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে কড়াইয়ে সাথে লেগে আসবে তখন চুলা থেকে নামিয়ে ফেলুন। সকালের নাস্তায় রুটি বা ভাতের সাথে পরিবেশন করুন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: