ইন্টারনেট
হোম / আজকের রান্না / বিস্তারিত
ADS

রেসিপি: মিক্সড ভেজিটেবল স্যুপ

25 September 2021, 6:48:45

বাচ্চাদের খাওয়াতে গিয়ে সমস্যায় পড়তে হয় কমবেশি সবাইকেই। আর ঠিকঠাক না খেয়ে অপুষ্টিতে ভুগতেও দেখা যায় বাচ্চাদের। আপনার বাড়ির বাচ্চার জন্য ভেজিটবল স্যুপ ট্রাই করে দেখতে পারেন। তবে শুধু বাচ্চা নয়, সবার জন্যই উপকারি এই স্যুপ।

উপকরণ

১. টমেটো, গাজর, সবুজ মটর, বিনস ৩ কাপ

২. স্বাদানুসারে লবণ

৩. জিরা পাউডার ১/২ চা চামচ

৪. গোলমরিচ পাউডার ১/২ চা চামচ

৫. গরম করতে হবে

৬. তেল ১ চা চামচ

৭. কয়েকটি কারি পাতা

যেভাবে বানাবেন

সবজি কেটে প্রেসার কুকারে দু’কাপ পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবার ব্লেন্ডারে ভালো করে মিশিয়ে নিন। তারপর ছাকনিতে ভালো করে ছেঁকে নিতে হবে। এবার স্বাদ পেতে মিশ্রণে যোগ করুন গরম তেল, ধনিয়া পাতা, লবণ, জিরা পাউডার ও গোল মরিচ। এখন গরম গরম পরিবেশন করুন।

সূত্র: এনডিটিভি

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: