ইন্টারনেট
হোম / আজকের রান্না / বিস্তারিত
ADS

ফুলকপি ও রুই মাছের ঝোল

19 September 2021, 1:20:34

উপকরণঃ

– রুই মাছ ৮ টুকরা,

– ফুল কপির ফুল ৮-১০টি,

– পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ,

– রসুন বাটা এক চা চামচ,

– হলুদ ও ধনে গুঁড়া আধা চা চামচ করে,

– মরিচ গুঁড়া ঝাল অনুযায়ী,

– টমেটো কুচি একটি,

-তেল এক কাপ,

– পানি প্রয়োজনমতো,

– জিরা গুঁড়া এক চা চামচ,

– কাঁচা মরিচ চারটি,

– ধনেপাতা সামান্য।

প্রণালীঃ মাছ ধুয়ে অল্প হলুদ ও লবণ দিয়ে ভাজতে হবে। এবার ওই তেলে ফুলকপি অল্প আঁচে ভেজে বাকি তেলে রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে টমেটো ও অন্য সব মসলা দিয়ে রান্না করতে হবে। এবার প্রথমে ফুলকপি দিয়ে তিন মিনিট রান্না করে মাছ ভাজা দিয়ে আরও তিন মিনিট রান্না করে ঝোল দিতে হবে। হয়ে এলে ওপরে কাঁচা মরিচ, ধনেপাতা ও জিরার গুঁড়া ছিটিয়ে অল্প আঁচে আরও দুই-তিন মিনিট রেখে নামাতে হবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: