ইন্টারনেট
সর্বশেষ
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

জাপানে জরুরি অবস্থা ঘোষণা

24 April 2021, 7:55:52

জাপান রাজধানী টোকিওসহ আরও তিনটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে। যদিও দেশটিতে অলিম্পিক আয়োজনের আর মাত্র তিন মাস বাকী রয়েছে। ২৫ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত এই জরুরী অবস্থা থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভাইরাসের নতুন ধরনের কারণে সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জাপানের প্রধানমন্ত্রী ইউশিদে সুগা বলেছেন, আজ আমরা টোকিও, কিয়টো, ওসাকা ও হিয়োগো অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি। এ পদক্ষেপ ২৫ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত বহাল থাকবে।

এই সময়টিতে পানশালা, রেস্তোরাঁ, কারাওকে বার ও পাচিঙ্কো পার্লারের মতো বিনোদনমূলক প্রতিষ্ঠানসহ ডিপার্টমেন্টাল স্টোরগুলোও বন্ধ রাখতে হবে। কেউ এই নির্দেশনা না মানলে শাস্তি দেওয়া হবে।

টোকিওয় অলিম্পিক গেমসের আসর বসবে তিন মাস পরই। তার আগে এই পদক্ষেপ নেওয়ায় করোনাভাইরাস সংক্রমণ বাগে আনা যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন সুগা।

অলিম্পিকের মাত্র তিন মাস আগে বাড়তে থাকা করোনাভাইরাস সংক্রমণ সামাল দিতে এই জরুরি অবস্থা ঘোষণা করলো দেশটি।তবে অলিম্পিক আয়োজক কমিটির প্রেসিডেন্ট সেইকো হাশিমোতো জানিয়েছেন, ‘আশা করছি পরিস্থিতি খুব শীঘ্রই উন্নতি হবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: