
থাইল্যান্ডে যুদ্ধজাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ ৩৩

থাইল্যান্ডের নৌবাহিনী ‘রয়াল থাই নেভি’র একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনায় ৩৩ জন নিখোঁজ হয়েছেন। জাহাজটিতে মোট ১০৬ জন নাবিক ছিলো। নৌবাহিনীর বরাত দিয়ে সিএনএন বলছে, ‘এইচটিএমএস সুখোথাই’ নামে ওই যুদ্ধজাহাজের বিদ্যুৎ ইউনিটে পানি উঠলে এটি ডুবে যায়। রবিবার (১৮ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
সোমবার (১৯ ডিসেম্বর) দেশটির সরকারী কর্তৃপক্ষ জানিয়েছে যে, ৪০ বছরের পুরোনো যুদ্ধজাহাজটি ঝড়ের প্রভাবে থাইল্যান্ড উপসাগরে ডুবে গেছে। ৩৩ জন নাবিক এখনও নিখোঁজ রয়েছে। বাকিদের উদ্ধার করেছে থাই নৌবাহিনী। যুদ্ধজাহাজের উদ্ধার অভিযান অব্যাহত আছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে নৌবাহিনী।
দেশটির সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধজাহাজের মূল অংশে পানি ঢুকে গেলে পাওয়ার কন্ট্রোল রুমে শর্টসার্কিট হওয়ার পরই সেটি পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যুদ্ধজাহাজটির নিয়ন্ত্রণ হারান ক্রুরা। তার পরপরই যুদ্ধজাহাজটি ডুবে যায়।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: