তানজানিয়ায় প্রথম নারী প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ
তানজানিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সামিয়া সুলুহু হাসান। শুক্রবার (১৯ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করেন।
বুধবার দেশটির বৃহত্তম শহর দার এস সালামের একটি হাসপাতালে হার্টের জটিলতায় মৃত্যু হয় প্রেসিডেন্ট জন পোমবে মাগুফুলির। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। এরপরই সামিয়া হাসান দায়িত্ব পান। ২০১৫ সাল থেকে দেশটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন সামিয়া। ৬১ বছর বসয়ী এ নারীকে মানুষ ভালোবেসে স্থানীয়ভাবে মামা সামিয়া নামে ডাকেন।
২০০০ সালে তিনি প্রথম আইনপ্রণেতা নির্বাচিত হন। ২০১৪ সালে সাংবিধানিক পরিষদের ভাইস চেয়ারপারসন হিসেবে প্রথম আলোচনায় আসেন সামিয়া।
ইথিওপিয়ার প্রেসিডেন্ট সাহলি-ওয়ার্ক জাওডির পরে তিনি আফ্রিকার দ্বিতীয় নারী রাষ্ট্রপ্রধান। আধা স্বায়ত্তশাসিত দ্বীপ জানজাবির থেকে আসা সামিয়া তার ২০ বছরের রাজনৈতিক জীবনে স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শপথ নেয়ার পর প্রথম ভাষণে সামিয়া হাসান প্রয়াত প্রেসিডেন্ট মাগুফুলির মৃত্যুতে ২১ দিনের শোক ঘোষণা করেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: