- নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ
- যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় ‘চাপ’ দেখছে না আওয়ামী লীগ
- বাংলাদেশে যাদের ওপর যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগ শুরু করলো
- যুদ্ধের পথ পরিহার করে শান্তি, সমৃদ্ধির জন্য কাজ করুন: জাতিসংঘে প্রধানমন্ত্রী
- অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী
- বাংলাদেশের অগ্রাধিকার রোহিঙ্গাদের প্রত্যাবাসন: মার্কিন আন্ডার সেক্রেটারিকে প্রধানমন্ত্রী
- নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া
- মার্কিন ভিসানীতি ভোগাস, সব ফাঁকা আওয়াজ: নাজমুল আলম
- আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও রাজনৈতিক ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
- ফরিদপুরে পেঁয়াজের বাজারে অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ব্রণের কারণ মেকআপ কিনা যেভাবে বুঝবেন

ব্রণ হওয়ার অনেক কারণ আছে। তারমধ্যে মেকআপের যন্ত্রণা একটি। অনেক সময় মেকআপ পণ্যের কারণেও ব্রণ হতে পারে। কিন্তু মেকআপ বা কসমেটিকের কারণেই ব্রণ হচ্ছে কি-না তা বুঝবেন কিভাবে? চলুন জেনে নেই:
মেকআপ পণ্যে মনোযোগ বাড়ান
মেকআপ পণ্য ব্যবহার করলেই ব্রণ হবে বিষয়টি এমন নয়। আবার মেকআপের কারণে ব্রণ হলে অনেক সময় তা শনাক্ত করা কঠিন হয়ে যায়। কারণ মেকআপের নেতিবাচক প্রভাব থেকে ব্রণ হতে হতে অনেক সময় লেগে যায়। অনেক সময় এক মাস পড়েও ব্রণ হতে পারে। তাই আপনার ত্বকের ধরন অনুসারে মেকআপ পণ্যের উপাদানগুলো পরীক্ষা করে নিন। উপাদানগুলো আপনার ত্বকে কেমন প্রভাব রাখবে তা বুঝুন। অনেক সময় ব্রণর সমস্যা বাড়তে থাকলে একবার যদি উপাদানগুলোর প্রভাব গুগলে মিলিয়ে দেখেন তাহলে সমস্যা শনাক্ত করতে পারবেন সহজেই।
ব্রণ
স্পঞ্জ, ব্রাশ ও মেকআপ সামগ্রী পরিষ্কার আছে কি-না
মেকআপ সামগ্রী নিয়ে আমাদের এত মাথাব্যথা থাকে না। বরং ব্যবহার করেই আমরা পার পেয়ে যাই। কিন্তু স্পঞ্জ, ব্রাশ ও মেকআপ সামগ্রীর মধ্যে যদি আস্তে আস্তে ময়লা জমা হয় তাহলে আপনার ত্বকের ব্রণ হওয়াটাই স্বাভাবিক। তাই মেকআপ সামগ্রীর ময়লা পরিষ্কার করুন।
দিনের শেষ মেকআপ তুলছেন না?
যারা দিনের শেষ মেকআপ তোলেন না আলসেমি করে তাদের মুখে ব্রণর সমস্যা বাড়ে। তাই নিয়মিত মুখ ধোয়ার অভ্যাস করুন এবং মেকআপ তোলার ক্ষেত্রে যত্নবান হোন।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: