ইন্টারনেট
হোম / টিপস / বিস্তারিত
ADS

রোজ শ্যাম্পু কি আদৌ স্বাস্থ্যকর! এই শীতে চুলের যত্ন নিন

12 January 2022, 5:20:09

শীতকাল এলেই চুস পড়া, খুশকির সমস্যা। কিন্তু সাধারণ কিছু নিয়ম মেনে চললেই, তা থেকে মুক্তি পেতে পারেন। জেনে নিন এক ঝলকে।

রোজ শ্যাম্পু কি আদৌ স্বাস্থ্যকর! এই শীতে চুলের যত্ন নিন
বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাথা ঢাকুন। টুপি বা স্কার্ফ ব্যবহার করতে পারেন। এতে ধুলো, বালি, দূষণের ছোঁয়া লাগবে না চুলে।

রোজ শ্যাম্পু কি আদৌ স্বাস্থ্যকর! এই শীতে চুলের যত্ন নিন
হেয়ার স্প্লিটের সমস্যায় ভোগেন অধিকাংশ মানুষও। নিয়ম কের চুল ট্রিম করালে সেই সমস্যা থেকে মুক্তি মেলে।

রোজ শ্যাম্পু কি আদৌ স্বাস্থ্যকর! এই শীতে চুলের যত্ন নিন
ঠান্ডা লাগলেও খুব গরম জল মাথায় পড়তে দেবেন না। উষ্ণ জল তবু চলবে।

রোজ শ্যাম্পু কি আদৌ স্বাস্থ্যকর! এই শীতে চুলের যত্ন নিন
শীত কালে রোজ মাথা না ভেজানোই ভাল। আর ভইজে চুলে চিরুণি একেবারেই ছোঁয়াবেন না।

রোজ শ্যাম্পু কি আদৌ স্বাস্থ্যকর! এই শীতে চুলের যত্ন নিন
ভিজে চুলে বাইরে বেরোবেন না একেবারেই। খুব সমস্যায় পড়লে মাথা ঢেকে বেরোন। পরে চুল খুলে শুকিয়ে নিন।

রোজ শ্যাম্পু কি আদৌ স্বাস্থ্যকর! এই শীতে চুলের যত্ন নিন
চুলের স্বাস্থ্য ফেরাতে করাতে পারেন অয়েল ট্রিটমেন্ট। অল্প গরম করে নিয়ে তেল মাসাজ করতে পারেন মাথায়।

রোজ শ্যাম্পু কি আদৌ স্বাস্থ্যকর! এই শীতে চুলের যত্ন নিন
শ্যাম্পুর পর কন্ডিশনার লাগানো অত্যন্ত জরুরি। শীতকালে তা প্রয়োজন। সপ্তাহে এক দিন হলেও শ্যাম্পুর পর চুলে কন্ডিশনার লাগান।

রোজ শ্যাম্পু কি আদৌ স্বাস্থ্যকর! এই শীতে চুলের যত্ন নিন
ত্বকের মতো শীতকালে চুলেও শুষ্কতা দেখা দেয়। এ ক্ষেত্রে বাড়িতে হিউমিডিফায়ার রাখতে পারেন। এতে চুলের আর্দ্রতা বজায় থাকে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: