ইন্টারনেট
হোম / টিপস / বিস্তারিত
ADS

ত্বকের যত্নে পুদিনাপাতার আশ্চর্য উপকারিতা

8 January 2022, 5:16:28

ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে পুদিনাপাতা বা মিন্ট খুবই কার্যকর। আসুন, আমরা আজ এর বিভিন্ন উপকারিতা সম্পর্কে জেনে নেই…

ব্রণ কমায়ঃ পুদিনাপাতায় রয়েছে স্যালিসিলিক অ্যাসিড ও ভিটামিন এ, যা ত্বকে সিবাম অয়েল নিঃসরণ নিয়ন্ত্রণ করে। যাদের তৈলাক্ত ত্বক, তাদের ব্রণ ফেল্টে যাওয়ার প্রবণতা বেশি থাকে। পুদিনাপাতার অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য প্রদাহ রোধ করে এবং ব্রণ নিরাময় করে।

ত্বক আর্দ্র রাখেঃ পুদিনাপাতা মৃদ্যু অ্যাস্ট্রিঞ্জেন্ট হিসেবে কাজ করতে পারে, যা ত্বককে প্রাকৃতিকভাবে টোন করতে সাহায্য করে। এটি ছিদ্র করে ময়লা অপসারণ করে এবং ত্বককে কোমল ও হাইড্রেট রাখে। এটি ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করতেও কার্যকর।

চোখের নিচের কালো দাগ কমায়ঃ পুদিনাপাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চোখের নিচের কালো দাগ কমাতে সাহায্য করে। চোখের নিচের ডার্ক সার্কেলে পুদিনাপাতার পেস্ট লাগিয়ে সারারাত রেখে দিন। এতে কালো দাগ ধীরে ধীরে হালকা হবে।

ক্ষত সারিয়ে তোলেঃ পুদিনাপাতায় থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য ত্বকের কাটা, ক্ষত, মশার কামড় ও চুলকানি নিরাময়ে কার্যকর ভূমিকা পালন করে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: