ইন্টারনেট
হোম / টিপস / বিস্তারিত
ADS

যে সকল ভুলের কারণে মেকআপ করার পরও মেয়েদের বয়স্ক দেখায়

3 January 2022, 5:23:13

নিজেকে সব সময় যাতে কম বয়সী তরুণ এর মত দেখায় সে চেষ্টার কোন কমতি রাখেন না নারীরা। বিশেষ করে কোন উৎসব অনুষ্ঠানে নিজেকে সবচেয়ে বেশি আকর্ষনীয় দেখানোর চেষ্টা থাকে সব নারীদের। এ জন্য সাজগোজে থাকে বাড়তি নজর।

তবে রূপটান যেমন সৌন্দর্য বাড়ায় তেমনি রূপটানের সময় সামান্যতম ভুলো কিন্তু ত্বকে বয়সের ছাপ স্পষ্ট করে দিতে পারে। তাই সাবধান থাকতে চলুন জেনে নেওয়া যাক রূপটানের সময় কোন ভুল গুলো একেবারেই করবেন না-

– অতিরিক্ত ফাউন্ডেশন ব্যবহার করা থেকে বিরত থাকুন। রূপটানের ক্ষেত্রে ফাউন্ডেশন অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত ফাউন্ডেশন না ব্যবহার করাই ভালো।

– শুধু ফাউন্ডেশন নয় অতিরিক্ত ফেস পাউডার এর ব্যবহারে ত্বকে বয়সের ছাপ স্পষ্ট করে তুলতে পারে।

– ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে অনেকেই শীমার ব্যবহার করে থাকেন। শিমার মূলত দুই গালে ও চোখের পাতার উপর লাগানোর নিয়ম। তবে মুখের অন্যান্য অংশে শিমারের ব্যবহার চেহারায় বার্ধক্যের ছাপ ফুটে উঠতে পারে।

– যথাসম্ভব কম ব্লাশ-অন ব্যবহার করাই ভালো। অতিরিক্ত ব্লাশন ব্যবহার করলে গালের দুপাশে চামড়া ঝুলে গেছে বলে মনে হয়।

– ভ্রূ আঁকার সময় সতর্ক থাকুন। বেশি গাঢ় করে ভ্রূ না আঁকায় ভালো। ভ্রূ অতিরিক্ত মোটা হয়ে গেলে বেশি বয়স্ক দেখতে লাগবে।

– অনেকে ম্যাট লিপস্টিক পড়তে ভালোবাসেন। তবে চেহারার সঙ্গে মানানসই ম্যাট লিপস্টিক না পড়লেই মুখে বয়সের ছাপ প্রকট হয়ে ওঠার সম্ভাবনা থাকে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: