ইন্টারনেট
হোম / টিপস / বিস্তারিত
ADS

লেবু ও শসা ব্যবহার করে চেহারায় গোলাপি আভা ফুটিয়ে তুলুন

15 November 2021, 6:10:38

লেবু ও শসা আমাদের ত্বকের জন্য অনেক উপকারি। যদি প্রাকৃতিক ভাবে চেহারায় গোলাপি আভা ফুটিয়ে তোলা যায় তা স্থায়ী হয়ে থাকে। আর এই কাজটি করে থাকে লেবু ও শসা এর প্যাক।

চেহারায় গোলাপি আভা ফুটিয়ে তোলার জন্য নানা ধরনের কাজ করতে হয়। বাজার থেকে নানা ধরনের ক্রিম কিনে তা ব্যবহার করে গোলাপি আভা ফুটিয়ে তুলতে পারি।

মেকআপ এর সময় আমরা গালের ওপর হালকা গোলাপি বা পীচ রঙের ব্লাশ অন ব্যবহার করে থাকি।

এতে গালের ত্বকে হালকা গোলাপি আভা চলে আসে যা মেকআপ এর পূর্ণতা দেয়।

আমাদের মুখে হালকা গোলাপি আভা দেখতে বেশ সুন্দর লাগে। তবে পার্লারে বা বাজার থেকে ক্রিম কিনে তা ব্যবহার করলে মুখের গোলাপি আভা স্থায়ী হয় না।

লেবু ও শসা এর প্যাক ব্যবহার করে প্রাকৃতিক ভাবে চেহারায় গোলাপি আভা আনা যায়।

তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক কিভাবে এই প্যাক তৈরী করা যায় এবং এটা ব্যবহারের নিয়মাবলিঃ

প্রয়োজনীয় উপকরণঃ
১) শসার রস দুই টেবিল চামচ,

২) মধু এক চা চামচ,

৩) দুধ এক চা চামচ,

৪) লেবুর রস দুই টেবিল চামচ,

প্রস্তুত প্রণালীঃ
প্রথমে একটি তাজা লেবুর রস চিপে নিতে হবে। এরপর একটি শসা ব্লেন্ড করে পাতলা কাপড়ে ছেঁকে চিপে নিয়ে রসটুকু বের করে নিতে হবে।

এখন একটি পাত্রে দুই টেবিল চামচ লেবুর রস, দুই টেবিল চামচ শসার রস, এক চা চামচ মধু এবং এক চা চামচ দুধ দিয়ে দিতে হবে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে একটি মিশ্রণ তৈরী করে নিতে হবে।

ব্যবহারের নিয়মাবলিঃ
প্রতিদিন এই মিশ্রণটি রাতে ঘুমাতে যাওয়ার আগে লাগাবেন। ২০ মিনিট রেখে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিতে হবে।

নিয়মিত এই প্যাকটি ব্যবহার করলে একমাসের ভিতর দেখবেন মেক আপের গোলাপী আভা না আপনার চেহারায় থাকবে আসল গোলাপী আভা।

তাহলে আর দেরি না করে এখন থেকে এই মিশ্রণটি ব্যবহার করুন এবং চেহারায় গোলাপী আভা ফুটিয়ে তুলুন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: