- এবার দাম বাড়ল স্মারক স্বর্ণ ও রুপার মুদ্রার
- মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
- ক্লাউডফ্লেয়ার ডাউন: বিশ্বের বিভিন্ন ওয়েবসাইটে বিপর্যয়
- ফুটবলে ২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ
- রায়ের দিন কলকাতায় আ’লীগের কেন্দ্রীয় নেতাদের গোপন বৈঠক
- সাতক্ষীরা-২ আসনে আলিমের মনোনয়ন দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
কেশর ব্যবহার করে ত্বক সুন্দর রাখার উপায়
কেশর কে আমরা জাফরান নামেই বেশি চিনে থাকি। জাফরান হচ্ছে বেগুনি রঙের ছয় পাঁপড়ি বিশিষ্ট ফুলের পুংকেশর। কেশরকে আমরা সাধারণত মশলা হিসেবে ব্যবহার করে থাকি।
মশলার ভিতর সবচেয়ে দামী হলো জাফরান। একটি ফুল থেকে তিনটি পুংকেশর পাওয়া যায় মাত্র। হাতে করে গাছ থেকে ফুল তুলে জাফরান আলাদা করতে হয়।
মধ্য হেমন্তের দু’সপ্তাহ সময় সকালে সূর্য ওঠার সময় ফুল ফোটে, দিনের শেষে মলিন হয়ে যায়।
হিসাব বলছে, এক কেজি ফুল থেকে ৭২ গ্রাম তাজা কেশর পাওয়া যায়। যেটা শুকিয়ে ১২ গ্রামে দাঁড়ায়।
কেশর আমাদের ত্বকে নানা ধরনের উপকার করে থাকে। ত্বকের যত্নের জন্য আমরা নানা ধরনের উপাদান ব্যবহার করে থাকি।
কিন্তু এই সব রাসায়নিক উপাদানের থেকে আমরা আমাদের প্রাকৃতিক উপায়ে ত্বককে সুন্দর রাখতে পারি।
ত্বক সুন্দর রাখতে জাফরান যে কতটা উপকারী, সেটা অনেকেই জানেন।
যদি সত্যি সুন্দর, স্মুদ ও রেডিয়েন্ট স্কিন চান, তাহলে কেশরের থেকে ভালো উপাদান বোধহয় আর কিছু হতে পারে না।
তাহলে আসুন এবার দেখে নেওয়া যাক কেশর কিভাবে আমাদের ত্বক সুন্দর রাখতে সাহায্য করে থাকে-
প্রয়োজনীয় উপকরণঃ
জলে ভেজানো কয়েকটা কেশর।
প্রস্তুত প্রণালীঃ
প্রথমে কেশরকে তিনঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আরও বেশি সময় ভাল করে ভিজিয়ে রাখতে পারলে আরও ভালো হবে।
ব্যবহারের নিয়মাবলিঃ
এই ভেজান জল মুখে ম্যাসাজ করতে হবে কমপক্ষে দশ মিনিট। এবার এটাকে আরও কিছুক্ষণ মুখে রেখে দিতে হবে। তারপর এটা ধুয়ে নিতে হবে।
এটা সপ্তাহে দু থেকে তিনদিন করতে পারলে, নিজের স্কিন টোনের পরিবর্তন নিজেই বুঝতে পারবেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: