- পর্দার নায়ক ছিলাম, এবার মাঠের নায়ক হবো: ফেরদৌস
- আরাভ খানের প্রযোজনায় রাখির সঙ্গে জুটি বাঁধছেন হিরো আলম
- অর্থপাচার মামলায় এনু-রুপনের ৭ বছরের কারাদণ্ড
- সমমনাদের আসন ছাড় দেওয়া নিয়ে যা জানালেন ওবায়দুল কাদের
- নির্বাচনের ১০ দিন আগে মাঠে নামবে বিজিবি, থাকবে ১৩ দিন
- শীত শুরু না হতেই ত্বক ফাটতে শুরু করেছে জেনে নিন কিছু টিপস
- গলা ব্যথা ও খুসখুসে কাশি সারাতে যা করবেন
- অটোচালকের দেওয়া আগুনে ঘুমন্ত ছেলে-মেয়ের মৃত্যু, স্ত্রী হাসপাতালে
- ভালো শুরু করেও শেষে খেই হারালো বাংলাদেশ, ৯ উইকেটে সংগ্রহ ৩১০
- বাঁধাকপির এতো গুণ

তাৎক্ষণিকভাবে ত্বকের উজ্জ্বলতা ফিরে পাওয়ার কার্যকরী ফেসপ্যাক

তাৎক্ষণিকভাবেই ত্বকের উজ্জ্বলতা ফিরে পাওয়ার রয়েছে দারুণ কার্যকরী কৌশল। চলুন শিখে নেয়া যাক কৌশলটি।
যা যা লাগবে:
– ৩ টেবিল চামচ চাল,
– ৩ টেবিল চামচ তিল বীজ,
– ১ কাপ পানি।
ঘরোয়া পদ্ধতি:
– প্রথমে চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর তিল ও পানি একসাথে মিশিয়ে ১ কাপ পানিতে ভিজিয়ে রাখুন সারারাত।
– সকালে পানি ঝরিয়ে পাটায় পিষে অথবা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে মিশ্রণ তৈরি করুন। একেবারে মিহি করে ফেলবেন না আবার অনেক বড় দানাও রাখবেন না এভাবে পিষে নিন।
– এই মিশ্রণটি সকালে স্ক্রাবের মতো করে পুরো ত্বকে লাগিয়ে নিন এবং ২ মিনিট রেখে দিন।
– ২ মিনিট পর আলতো করে ঘষে নিন এবং ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে ফেলুন।
– আপনি চাইলে এই স্ক্রাবটি দিয়ে পুরো দেহ স্ক্রাব করে নিতে পারেন দেহের ত্বকের তাৎক্ষণিক উজ্জ্বলতার জন্য।
– একটি এয়ারটাইট কন্টেইনার এ ভরে ৭ দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এই স্ক্রাবটি। তবে ভালো ফলাফলের জন্য দুদিন পর পর নতুন করে মিশ্রন বানিয়ে নিন।
কার্যকরণ: অনেকে ভাবতে পারেন এই প্যাকটি ব্যবহারের ফলে ঠিক কি কারণে ত্বকে তাৎক্ষণিকভাবে উজ্জ্বলতা আসবে। তাহলে জেনে নিন এর কার্যকরণ-
– চালের দানা ত্বকে স্ক্রাবের মতো ব্যবহৃত হয়, যার ফলে ত্বকের উপরে মরা চামড়া খুব ভালো করে দূর হয়ে যায়। সেইসাথে ত্বকের উপরিভাগে জমে থাকা ময়লা দূর করে ত্বকের আসল দীপ্তি ফিরিয়ে আনতে সহায়তা করে।
– তিল বীজ ত্বকের জন্য অনেক কার্যকরী একটি উপাদান। তিলের তেল অনেক আগে থেকেই রূপচর্চার কাজে ব্যবহার হয়ে আসছে। এটি ত্বকের উজ্জ্বলতায় ভূমিকা রাখে।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: