ইন্টারনেট
হোম / টিপস / বিস্তারিত
ADS

রূপচর্চায় বিটরুট যেভাবে ব্যবহার করবেন

21 September 2021, 1:07:15

সুন্দর ত্বক ও ঝলমলে চুলের জন্য ব্যবহার করতে পারেন বিটরুট। জেনে নিন কিভাবে রূপচর্চায় কাজে লাগাবেন সবজিটি।

– বিটরুট স্লাইস করে অথবা বেটে মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

– বিটরুটের রসের সঙ্গে দুধ ও মধু মিশিয়ে নিন। মিশ্রণটি তুলা ডুবিয়ে ডার্ক সার্কেল এর উপর লাগার। ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

– ঠোঁটের কালচে ভাব দূর করতে বিটরুটের রসের সঙ্গে চিনি মিশিয়ে ঠোঁটে স্ক্রাব করুন।

– চুল পড়া কমাতে কফি গুঁড়ার সঙ্গে বিটরুটের রস মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

– বিটরুটের রসের সঙ্গে টকদই ও কয়েক ফোঁটা আমন্ড অয়েল মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন ত্বক হবে উজ্জ্বল। বলিরেখা দূর করতে সপ্তাহে দুইদিন বিটরুটের রসের সঙ্গে মধু ও দুধ মিশিয়ে ত্বকে লাগান।

– ভিনেগার ও নিমের রসের সঙ্গে বিটরুটের রস মিশিয়ে চুলের গোড়ায় লাগান। এটি খুশকি দূর করবে।

– চুলে প্রাকৃতিক রঙের আভা আনতে চাইলে ১ কাপ গাজরের রসের সঙ্গে আধা কাপ বিটরুটের রস মিশিয়ে চুল ধুয়ে নিন।

– ২ ঘন্টা অপেক্ষা করে তারপর চুল ধুয়ে নিন কলের পানি দিয়ে। সমপরিমাণ টমেটোর রস ও বিটরুটের রস মিশিয়ে ত্বকে লাগান ব্রণ দূর হবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: