- দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না যেসব নিবন্ধিত দল
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত
- সাকিবের চেয়ে মাশরাফির বিরুদ্ধে লড়তে চান বেশি প্রার্থী
- নভেম্বরে রিজার্ভ কমেছে ১২৬ কোটি ডলার
- বিএনপি থেকে বেরিয়ে ভোটে অংশ নিচ্ছেন যেসব হেভিওয়েট
- এবার যে দেশের ওপর নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
- জয় থেকে মাত্র ৩ উইকেট দূরে বাংলাদেশ
- কমেছে মাছ-মাংস-ডিমের দাম, নাগালের মধ্যে সবজির দাম
- ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু আজ
- মহান বিজয়ের মাস শুরু

যেভাবে খুলবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল

বাংলাদেশসহ ১৫০টি দেশে কিছুদিন আগেই চালু হয়েছে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার। হোয়াটসঅ্যাপ চ্যানেল নামে নতুন ফিচার সাড়া জাগিয়েছে। হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট থাকলে এ সুবিধা খুব সহজেই ব্যবহার করা যাবে।
হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলার আগে ফিচারটি কিভাবে কাজ করে তা জেনে নেওয়া যাক। হোয়াটসঅ্যাপ চ্যানেল প্রাইভেট নিউজলেটারের মতো কাজ করবে। এর মাধ্যমে সরাসরি আপডেট শেয়ার করা যাবে। আবার সার্চ করে নিজের পছন্দ অনুযায়ী যেকোনো চ্যানেলের সাবস্ক্রাইবার হওয়া যাবে। এর ফলে সাবস্ক্রাইবাররা চ্যানেলের শেয়ার করা সব আপডেট সরাসরি পাবে।
চ্যানেল ক্রিয়েটর ও ব্যবহারকারীর নিরাপত্তাও দেবে এই ফিচার। কোনো চ্যানেলের সাবস্ক্রাইবারের তালিকা আরেক সাবস্ক্রাইবার দেখতে পারবে না। সেই সঙ্গে অন্য সাবক্রাইবার ও চ্যানেল পরিচালকদের কাছে সাবস্ক্রাইবারের ফোন নম্বরসহ ব্যক্তিগত তথ্য গোপন থাকবে।
অ্যান্ড্রয়েড, আইওএস ও ডেস্কটপের সর্বশেষ ভার্সনে ফিচারটি ব্যবহার করা যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোচিনার প্রতিবেদন অনুসারে কিভাবে ফিচারটি ব্যবহার করবেন তা তুলে ধরা হলো।
অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলার নিয়ম
১. অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন
২. আপডেট ট্যাবে যান
৩. প্লাস (+) আইকোন এ ট্যাপ করুন ও ‘নিউ চ্যানেল’ অপশনটি নির্বাচন করুন।
৪. ‘গেট স্টার্টেড’ এ ট্যাপ করুন ও স্ক্রিনের নির্দেশনাগুলি অনুসরণ করুন।
৫. পছন্দ অনুযায়ী নাম দিয়ে চ্যানেলটি তৈরি করুন। প্রয়োজনে চ্যানেলের নাম পরেও পরিবর্তন করা যাবে।
৬. আইকন ও ডিসক্রিপশন লেখার অপশন থাকলে এই ধাপে তা করা যাবে। তবে পরেও এই কাজটি করা যাবে।
৭. সবশেষে ‘ক্রিয়েট চ্যানেল’ ট্যাপ করলে নতুন চ্যানেল তৈরি হয়ে যাবে।
আইফোনে যেভাবে খুলবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল
১. আইফোনে হোয়াটসঅ্যাপ খুলুন
২. আপডেট ট্যাবে যান
৩. ‘ক্রিয়েট চ্যানেলে’ অপশনে ট্যাপ করুন
৪. ‘গেট স্টার্টেড’ এ ট্যাপ করুন ও চ্যানেল তৈরির জন্য স্ক্রিনের নির্দেশনাগুলো অনুসরণ করুন।
৫. যেকোনো নাম দিয়ে চ্যানেল তৈরির প্রক্রিয়া শেষ করুন। চ্যানেলের নাম পরেও পরিবর্তন করা যাবে।
৬. আইকন ও ডিসক্রিপশন লেখার অপশন থাকলে এই ধাপে তা করা যাবে। তবে পরেও এই কাজটি করা যাবে।
চ্যানেল তৈরি হয়ে গেলে সাবস্ক্রাইবারদের সঙ্গে আপডেট ও তথ্য শেয়ার করা শুরু করতে পারবেন।
ওয়েব বা ডেস্কটপে যেভাবে খুলবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল
১. হোয়াটসঅ্যাপ ওয়েব খুলুন ও চ্যানেল আইকনে ক্লিক করে চ্যানেল সেকশন যান।
২. ‘ক্রিয়েট চ্যানেলে’ অপশনে ক্লিক করুন
৩. ‘কনটিনিউ’ বাটনে ক্লিক করুন ও স্ক্রিনের নির্দেশনাগুলো অনুসরণ করুন।
৪. পছন্দ অনুযায়ী নাম দিয়ে চ্যানেলটি তৈরি করুন। প্রয়োজনে চ্যানেলের নাম পরেও পরিবর্তন করতে পারবেন।
৫. চ্যানেলের আইকন ও ডেসক্রিপশন লেখার অপশন থাকলে এই ধাপে তা করা যাবে। তবে পরেও এই কাজটি করা যাবে।
চ্যানেলের লিংক শেয়ার যেভাবে
নতুন চ্যানেল খোলার পর সহজে সাবস্ক্রাইবার যোগ করতে চ্যানেলের লিংক শেয়ার করতে হবে। চ্যানেলের লিংক পেতে ও শেয়ার করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।
১. হোয়াটসঅ্যাপের চ্যানেলে ট্যাপ করুন
২. চ্যানেলের নাম সিলেক্ট করুন
৩. এ পর্যায়ে চ্যানেলের নাম দেখা যাবে। লিংক কপি করুন ও চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে লিংকটি শেয়ার করুন।
এই ফিচার এখনো নতুন তাই অনেক অ্যাকাউন্টে সাবস্ক্রাইব করার অপশন থাকলেও চ্যানেল তৈরি করার অপশন নাও থাকতে পারে। পুরোপুরি এই ফিচার সবার জন্য উন্মুক্ত হতে সময় লাগবে।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: