ইন্টারনেট
হোম / তথ্য-প্রযুক্তি / বিস্তারিত
ADS

যেভাবে এক সারিতে ৫ গ্রহ খালি চোখে দেখা যাবে

24 December 2022, 12:52:48

আবারও মহাকাশে অসাধারণ মহাজাগতিক ঘটনা। এবার খালি চোখেই দেখা যাবে একসারিতে ৫ গ্রহ। জেনে নিন সে সম্পর্কে।

মহাকাশে চলছে প্রতিনিয়ত নানান রকম রহস্যময় ঘটনা। চাঁদের পাশে এক সারিতে আসতে চলেছে মহাকাশের পাঁচ গ্রহ।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এমন বিরল দৃশ্য দেখার জন্য কোনো দামি লেন্স বা টেলিস্কোপের দরকার নেই। খালি চোখেই স্পষ্ট দেখা যাবে চাঁদের পাশে সৌরজগতের পাঁচ গ্রহের সমারোহ।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এমন বিরল দৃশ্য দেখার জন্য কোনো দামি লেন্স বা টেলিস্কোপের দরকার নেই। খালি চোখেই স্পষ্ট দেখা যাবে চাঁদের পাশে সৌরজগতের পাঁচ গ্রহের সমারোহ।

এর জন্য শুধু মাত্র একটাই কাজ করতে হবে। সঠিক সময়ে অ্যালার্ম দিয়ে উঠতে হবে ঘুম থেকে। কারণ, সূর্যোদয়ের একঘণ্টা আগে এই মহাজাগতিক ঘটনাটি ঘটবে। চাঁদের পাশে এক সারিতে পাশাপাশি দেখা যাবে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি- এই পাঁচ গ্রহকে।
এর জন্য শুধু মাত্র একটাই কাজ করতে হবে। সঠিক সময়ে অ্যালার্ম দিয়ে উঠতে হবে ঘুম থেকে। কারণ, সূর্যোদয়ের একঘণ্টা আগে এই মহাজাগতিক ঘটনাটি ঘটবে। চাঁদের পাশে এক সারিতে পাশাপাশি দেখা যাবে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি- এই পাঁচ গ্রহকে।

অস্ট্রোনমি এডুকেটর জেফ্ররে হান্ট জানিয়েছেন। সূর্যোদয়ের ঠিক একঘণ্টা আগে আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো দেখাবে শুক্র, বুধ, শনি এবং বৃহস্পতিকে। চাঁদের ঠিক ডানপাশেই দেখা মিলবে বুধের। সেই অনুযায়ী কাল্পনিক রেখায় মিলিয়ে নিতে পারবেন বাকি চার গ্রহকেও। শুক্রকে দেখা যাবে পূর্ব থেকে উত্তরপূর্বে, মঙ্গল থাকবে দক্ষিণ পূর্বে, জুপিটার ও শনিকে দেখতে পাওয়া যাবে দক্ষিণ পশ্চিমে।
অস্ট্রোনমি এডুকেটর জেফ্ররে হান্ট জানিয়েছেন। সূর্যোদয়ের ঠিক একঘণ্টা আগে আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো দেখাবে শুক্র, বুধ, শনি এবং বৃহস্পতিকে। চাঁদের ঠিক ডানপাশেই দেখা মিলবে বুধের। সেই অনুযায়ী কাল্পনিক রেখায় মিলিয়ে নিতে পারবেন বাকি চার গ্রহকেও। শুক্রকে দেখা যাবে পূর্ব থেকে উত্তরপূর্বে, মঙ্গল থাকবে দক্ষিণ পূর্বে, জুপিটার ও শনিকে দেখতে পাওয়া যাবে দক্ষিণ পশ্চিমে।

Cnet-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ১৯ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত খালি চোখে একসঙ্গে দেখা যাবে। এই বিরল দৃশ্য দেখার সুযোগ হাতছাড়া হলে ফের এই সুযোগ আসতে দুবছরের অপেক্ষা। ২০২২ সালে জুনের শেষদিকে ফের এমন ঘটনা ঘটবে।
Cnet-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ১৯ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত খালি চোখে একসঙ্গে দেখা যাবে। এই বিরল দৃশ্য দেখার সুযোগ হাতছাড়া হলে ফের এই সুযোগ আসতে দুবছরের অপেক্ষা। ২০২২ সালে জুনের শেষদিকে ফের এমন ঘটনা ঘটবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: