ইন্টারনেট
হোম / তথ্য-প্রযুক্তি / বিস্তারিত
ADS

টুইটার ব্যবহারে লাগবে খরচ: মাস্ক

4 May 2022, 1:03:38

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের বাণিজ্যিক ও সরকারি ব্যবহারকারীদের সামান্য খরচ দিতে হতে পারে বলে জানিয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্ক। এক টুইটে তিনি এ তথ্য জানিয়েছেন।

টুইটারের পরিচালনা বোর্ড মাস্কের কাছে ৪৪ বিলিয়ন ডলারে বিক্রি করে দেওয়ার প্রস্তাবে সম্মত হওয়ার পরে এ ঘোষণা দিলেন তিনি।

তবে মাস্ক বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমটি সর্বদা সাধারণ ব্যবহারকারীরা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

বুধবার (৪ মে) এক টুইটার পোস্টে ইলন মাস্ক বলেন, টুইটার সর্বদা সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে থাকবে, তবে বাণিজ্যিক/সরকারি ব্যবহারকারীদের সামান্য খরচ করতে হতে পারে।

এর আগে এলন মাস্ক বলেছিলেন, তিনি নতুন ফিচার যুক্ত করে টুইটারকে আগের চেয়ে আরও ভালো করতে চান।

তবে টুইটারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: