
রাতে বিঘ্নিত হতে পারে মোবাইল নেটওয়ার্ক

আজ দিবাগত রাতে বিঘ্নিত হতে পারে দেশের মোবাইল নেটওয়ার্ক।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিটিআরসির (মিডিয়া উইং) উপ-পরিচালক জাকির হোসেন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার দিবাগত রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা মোবাইল সেবা বিঘ্নিত হতে পারে।
এতে বলা হয়, মোবাইল অপারেটরগুলোর বরাদ্দ নেওয়া নতুন তরঙ্গ বিন্যাস ও পরিবর্তনের জন্য মোবাইল সেবা ব্যাহত হতে পারে। এ জন্য দুঃখ প্রকাশ করেছে বিটিআরসি।
এ ছাড়া দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের জন্য ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত মোবাইল সেবায় বিঘ্ন ঘটতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিটিআরসি।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: