ইন্টারনেট
হোম / তথ্য-প্রযুক্তি / বিস্তারিত
ADS

রাশিয়া থেকে এবার মুখ ফেরালো এলজি

20 March 2022, 7:10:23

ইউক্রেনে চলমান রাশিয়ান আগ্রাসনের জেরে রাশিয়াতে শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলোর ব্যবসায় বন্ধের সঙ্গে তাল মেলালো এলজি। এক বিবৃতিতে রাশিয়াতে সকল পণ্যের সরবরাহ সাময়িকভাবে বন্ধের কথা জানিয়েছে কোম্পানিটি।

কতদিন এই সিদ্ধান্ত বলবত থাকবে সেটি জানায়নি এলজি, তবে খুবই গভীরভাবে পরিস্থিতি বিবেচনা করা হচ্ছে। সকল নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিতে এলজি খুবই চিন্তিত বলে উল্লেখ করা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হলেও এই সিদ্ধান্ত নিতে কেনো এতো দেরি হলো সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। যদিও এই সিদ্ধান্ত নিতে অনেক চাপ ছিলো। অ্যাপল, মাইক্রোসফট, স্যামসাংসহ অন্যান্য কোম্পানিগুলো রাশিয়াতে তাদের সকল সরবরাহ এবং বিক্রি বন্ধ করেছে।

এই সিদ্ধান্তে কোম্পানির বেশ ক্ষতি হবে। ফোন খাত ছাড়লেও ইলেকট্রনিক্স মার্কেটে বড় অংশীদারিত্ব রয়েছে এলজির।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: