ইন্টারনেট
হোম / তথ্য-প্রযুক্তি / বিস্তারিত
ADS

কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘন, ৯১ মিলিয়ন ভিডিও সরিয়েছে টিকটক

16 February 2022, 1:44:10

কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘনের অভিযোগে ৯১ মিলিয়নের বেশি ভিডিও সরিয়ে ফেলেছে বিশ্বের শীর্ষস্থানীয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। ২০২১ সালের তৃতীয় প্রান্তিকে এসব ভিডিও মুছে ফেলা হয়।

কমিউনিটি গাইডলাইনস অনুসারে টিকটককে আরও উন্নত করতে সম্প্রতি কমিউনিটি গাইডলাইনস আপডেট করেছে এ ভিডিও প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ। সবাইকে এ গাইডলাইন অনুসরণ করতে হবে। অন্যথায় ভিডিও মুছে ফেলা হবে।

টিকটক বলছে, ২০২১ সালের শেষ প্রান্তিকে যেসব ভিডিও মুছে ফেলা হয়েছে তা টিকটকে আপলোড করা সমস্ত ভিডিওর ১ শতাংশ। মুছে ফেলা ভিডিওগুলোর মধ্যে ৭৩.৯% হয়রানি এবং ৭২.৪% প্রতিহিংসা মূলক কন্টেন্ট ছিল। ভিডিওগু সক্রিয়ভাবেই সরানো হয়েছে। এই ভিডিওগুলিকে কেউ রিপোর্ট করার পূর্বেই তা সরিয়ে ফেলা হয়েছে।

তৃতীয় প্রান্তিকে কোভিড-১৯ সম্বলিত ৪৬ হাজারেরও বেশি ভুল তথ্যের ভিডিও সক্রিয়ভাবে প্ল্যাটফর্ম থেকে সরানো হয়েছে।

টিকটক কর্তৃপক্ষ জানায়, একটি ভিডিওকে কেউ রিপোর্ট করার পূর্বেই চিহ্নিত করার পাশাপাশি সরিয়ে ফেলা হয় সক্রিয় অপসারণ পদ্ধতিতে। টিকটক প্ল্যাটফর্মে পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যেও কিছু ভিডিও সরিয়ে ফেলা হয়। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১৪ মিলিয়ন ভিডিও এবং রাশিয়াতে প্রায় ৭ মিলিয়ন ভিডিও সরিয়ে ফেলা হয়েছে।

শুধু তাই নয়, মিলিয়ন মিলিয়ন স্প্যাম অ্যাকাউন্টের সাথে জাল সম্পৃক্ততা রোধ করার জন্য কঠোর পদক্ষেপের অংশ হিসাবে টিকটক প্ল্যাটফর্ম থেকে বিলিয়ন ফেইক লাইক, ফলোয়ার এবং ফলো রিকুইয়েস্ট স্থায়ীভাবে সরিয়ে দেওয়া হয়েছে।

টিকটক তাদের সিস্টেমকে প্রতিনিয়ত প্রসারিত করে চলেছে। এর ফলে আপলোডের সময় নির্দিষ্ট কিছু ক্যাটাগরিকে শনাক্ত করে সক্রিয়ভাবে অপসারিত হয়, যার মধ্যে নগ্নতা এবং যৌন কার্যকলাপ, শিশু নিরাপত্তা এবং অবৈধ কার্যকলাপ এবং নিয়ন্ত্রিত পণ্য অন্যতম।

নতুন সিস্টেমটির কারণে স্বয়ংক্রিয়ভাবে কনটেন্ট অপসারণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যা টিকটক-এর সামগ্রিক নিরাপত্তাকে উন্নত করছে। পাশাপাশি নতুন সিস্টেমটি ঘৃণাত্মক বক্তব্য, প্রতিহিংসা মূলক কনটেন্ট, হয়রানি এবং ভুল তথ্যের মতো প্রাসঙ্গিক বা সূক্ষ্ম বিষয়বস্তু পর্যালোচনায় আরও বেশি সময় ফোকাস করতে সক্ষম করে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: