ইন্টারনেট
হোম / তথ্য-প্রযুক্তি / বিস্তারিত
ADS

চলতি বছরেই ভারতে ৫জির নিলাম

7 February 2022, 5:19:32

চলতি বছরেই দেশজুড়ে ৫জি সেবা চালু করতে স্পেকট্রাম নিলাম সম্পন্ন করবে ভারত। আর ২০২৩ সালের মার্চের শেষ নাগাদ ৫জি মোবাইল পরিষেবা চালু শুরু হবে।

মঙ্গলবার ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ২০২২-২০২৩ অর্থবছরের ইউনিয়ন বাজেট ঘোষণায় এই তথ্য জানান। ফাইভজি মোবাইল পরিষেবা চালু করতে পারফরমেন্স লিংকড ইনসেনটিভ স্কিম আনারও পরিকল্পনা রয়েছে ভারতের। গ্রামাঞ্চলের মানুষদের জন্যও টেলিকম পরিষেবায় উন্নতি ঘটানোর লক্ষ্যে অঙ্গীকারাবদ্ধ দেশটির সরকার। সেই জন্যই গ্রামাঞ্চলে ব্রডব্যান্ড পরিষেবা আরও বিস্তৃত করার ঘোষণা দেয়া হয়েছে। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ২০২৫ সালের মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবার সংযোগের পরিকল্পনাও রয়েছে দেশটির কেন্দ্রীয় সরকারের।

প্রাথমিকভাবে জানা গেছে, দিল্লি, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, আহমেদাবাদের মতো শহরগুলোতে প্রথমে ফাইভজি পরিষেবা চালু হবে। ইতিমধ্যেই এয়ারটেল, রিলায়েন্স জিও, ভিআই-এর মতো সব টেলিকম সংস্থাগুলো ফাইভজি পরিষেবার ট্রায়াল শুরু করে দিয়েছে। একইসঙ্গে সংস্থাগুলোর সঙ্গে স্পেকট্রাম নিলাম সংক্রান্ত আলোচনা শুরু করেছে কেন্দ্র।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: