ইন্টারনেট
হোম / তথ্য-প্রযুক্তি / বিস্তারিত
ADS

শীর্ষ ১০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন জাকারবার্গ

5 February 2022, 6:35:44

দীর্ঘ ১৮ বছরের ইতিহাসে প্রথমবারের মত দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমেছে ফেসবুকের। এ খবরে এক দিনে শেয়ার বাজারে ফেসবুকের বাজারমূল্য কমেছে ২৩০ বিলিয়ন ডলারের বেশি। একই সঙ্গে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের সম্পদ কমেছে ৩ হাজার ১০০ কোটি ডলার।

ফোর্বসের তথ্যানুযায়ী মঙ্গলবার রাতেও শীর্ষ ১০ ধনীর তালিকায় জাকারবার্গ ছিলেন ৮ নম্বরে। শেয়ারের মূল্য পতনের পর শুক্রবার সকালে তার অবস্থান নেমে যায় ১২ নম্বরে।

বিষয়টি জাকারবার্গের জন্য বেশ উদ্বেগের বিষয়ই বটে, গত বছরের নভেম্বরেই শীর্ষ ধনীদের তালিকায় তার অবস্থান ছিল তৃতীয়।

এক প্রতিবেদনে মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২১ সালের শেষ তিন মাসে দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৯২ কোটি ৯০ লাখ। এর আগের তিন মাসে ব্যবহারকারী সংখ্যা ছিল ১৯৩ কোটি। এ খবর প্রকাশের পর এক দিনেই শেয়ার বাজারে ফেসবুকের মূল কোম্পানি মেটার বাজারমূল্য কমেছে ২৩০ বিলিয়ন বা ২৩ হাজার কোটি ডলারের বেশি।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: