ইন্টারনেট
হোম / তথ্য-প্রযুক্তি / বিস্তারিত
ADS

ট্যাবের জন্য গুগলের নতুন অপারেটিং সিস্টেম

30 October 2021, 10:28:32

ট্যাবলেট কম্পিউটারের জন্য নতুন অপারেটিং সিস্টেম আনল গুগল। ভার্সনটির নাম অ্যানড্রয়েড ১২ এল। এটি ট্যাবলেট, ফোল্ডেবল এবং ক্রোম ওএস ল্যাপটপে ব্যবহারকারী যাদের ৬০০ ডিপির উপরে স্ক্রিন তাদেরকে একটি উন্নত ইউজার ইন্টারফেসে প্রদান করবে।

গুগল জানিয়েছে, ১২এল বিজ্ঞপ্তি, দ্রুত সেটিংস, লকস্ক্রিন, ওভারভিউ, হোম স্ক্রিন এবং আরও অনেক কিছু জুড়ে অ্যানড্রয়েডকে আরও সুন্দর করেছেন। এছারাও ৬০০ এসপি এর থেকে বড় স্ক্রিনে এর ব্যবহার করা সহজ করার জন্য ইউআইকে তারা পরিমার্জিত করেছে।

অ্যানড্রয়েড ১২এল এই মুহূর্তে ডেভেলপারদের জন্য উপলব্ধ রয়েছে। যে ডেভেলপাররা এর পরীক্ষা করতে চান তাদের জন্য গুগল এই সুযোগ দিচ্ছে।

গুগল সম্পূর্ণরূপে গ্রাহকদের জন্য এই পরিষেবা বাজারে নিয়ে আসবে আগামী বছর। অ্যানড্রয়েড ১২এল ছাড়াও গুগল যে নতুন পরিষেবাগুলো নিয়ে আসবে সেগুলো হল- বড় স্ক্রিনের ডিভাইসের জন্য মেটেরিয়াল ডিজাইন গাইডেন্স, জেটপ্যাক কম্পোস যার সাহায্যে অ্যাপগুলো সহজে চলতে পারে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: