ইন্টারনেট
হোম / তথ্য-প্রযুক্তি / বিস্তারিত
ADS

চীনে লিংকডইন বন্ধ

18 October 2021, 5:19:55

প্রফেশনালদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনের পরিষেবা আর পাওয়া যাবে না চীনে। মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রসফট মালিকানাধীন প্ল্যাটফরমটি সম্প্রতি চীনে সেবা বন্ধের ঘোষণা দেয়। ক্যারিয়ার-নেটওয়ার্কিং সাইটটি কয়েকজন সাংবাদিকের প্রোফাইল ব্লক করে প্রশ্নের সম্মুখীন হওয়ার পরই এ ঘোষণা দিয়েছে। লিংকডইন-এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মোহাক শ্রফ তার ব্লগে জানিয়েছেন, ‘‘চীনে আমরা অপারেটিংয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জিং পরিবেশের সম্মুখীন হচ্ছি।’ লিংকডইন জানিয়েছে, চলতি বছরের শেষের দিকে তাদের সাইটে শুধু ‘ইনজবস’ নামে একটি চাকরির সংস্করণ চালু করবে। সেখানে সামাজিক ফিড ও কোনো ধরনের আর্টিকেল পোস্ট করা বা শেয়ারের অপশন থাকবে না। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘চলতি বছরের শেষ দিকে চীনে আমরা লিংকডইনের স্থানীয় সংস্করণ বন্ধ করতে যাচ্ছি। তবে, সেখানে আমাদের নতুন কৌশলে আরও শক্তিশালী উপস্থিতি থাকবে এবং বছরের শেষ দিকে নতুন ‘ইনজবস’ চালুর ব্যাপারে উচ্ছ্বসিত।” গত এক দশক ধরে ফেসবুক এবং টুইটার চীনে নিষিদ্ধ। এ ছাড়া হ্যাক এবং সেন্সরশিপের কারণে ২০১০ সালে চীন ছাড়ে গুগল।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: