- রোজা কবে শুরু, জানা যাবে বুধবার
- রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২
- আগামী শিক্ষাবর্ষে সব বিশ্ববিদ্যালয়ে অভিন্ন ভর্তি পরীক্ষা
- বিদেশি পরামর্শক নিয়োগ কমানোসহ যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- দুর্নীতি প্রতিরোধে দুদককে সোচ্চার হবার নির্দেশনা রাষ্ট্রপতির
- প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হলেন ছাত্রলীগ নেতা সনজিত
- মুগদায় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে চালকের সহকারী নিহত
- আরাভ খান দুবাইয়ে আটক হননি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- পাকিস্তানে হামলায় ইমাম-পিটিআই নেতাসহ নিহত ৯
- ঢাকাসহ দেশের তিন বিভাগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

হাথুরুকে কেন ফিরিয়ে আনা হলো, জানালেন পাপন

২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথে টাইগারদের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান শ্রীলংকার চন্ডিকা হাথুরুসিংহে। বিসিবির সঙ্গে হাথুরুর সম্পর্ক অবনতির কারণে মূলত তখন তাকে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হয়েছে। সেই হাথুরুই বাংলাদেশের হেড কোচ হয়ে ফিরে আসছেন।
কেন হাথুরুকে নতুন করে ফিরিয়া আনা— এমন প্রশ্ন অনেকেরই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন। বিসিবি সভাপতি বোঝাতে চাইলেন, বেশ কিছু কারণেই হাথুরুকে কোচ হিসেবে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
পাপন বলেন, ‘অনেক কারণে নিয়েছি। আগের অভিজ্ঞতা একটি। আরেকটি হচ্ছে— হাই লেভেল বা মিড লেভেলেও যদি আমরা কাউকে চাই, তারা একটানা থাকবে না। ওরা দিনের হিসাব করে, ১০০ দিন, ২০০ দিন। ২০০ দিনের বেশি করবেই না।’
বিসিবি সভাপতি বলেন, ‘এ ছাড়া বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করে (কোচরা)। ওই সময় ছুটি দিতে হবে। কিন্তু ওই সময় ছুটি দিলাম, তখন জাতীয় দলের খেলা থাকলে কী হবে? এসব কিছুতে হাথুরুসিংহের কোনো সমস্যা নেই। ও যেটা ধরে সেটিতেই থাকে। এটি একটি বিরাট সুবিধা।’
পাশাপাশি নাজমুল হোসেন পাপন আরও জানান, ‘এরই মধ্যে আমরা প্রোগ্রাম ম্যানেজার নিয়েছি। সেও নিউ সাউথ ওয়েলসের। সব প্রোগ্রামের মধ্যে সমন্বয়ের জন্য এটি করা হয়েছে।’


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: