Thursday 28 March, 2024

For Advertisement

হাথুরুকে কেন ফিরিয়ে আনা হলো, জানালেন পাপন

2 February, 2023 6:16:36

২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথে টাইগারদের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান শ্রীলংকার চন্ডিকা হাথুরুসিংহে। বিসিবির সঙ্গে হাথুরুর সম্পর্ক অবনতির কারণে মূলত তখন তাকে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হয়েছে। সেই হাথুরুই বাংলাদেশের হেড কোচ হয়ে ফিরে আসছেন।

কেন হাথুরুকে নতুন করে ফিরিয়া আনা— এমন প্রশ্ন অনেকেরই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন। বিসিবি সভাপতি বোঝাতে চাইলেন, বেশ কিছু কারণেই হাথুরুকে কোচ হিসেবে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

পাপন বলেন, ‘অনেক কারণে নিয়েছি। আগের অভিজ্ঞতা একটি। আরেকটি হচ্ছে— হাই লেভেল বা মিড লেভেলেও যদি আমরা কাউকে চাই, তারা একটানা থাকবে না। ওরা দিনের হিসাব করে, ১০০ দিন, ২০০ দিন। ২০০ দিনের বেশি করবেই না।’

বিসিবি সভাপতি বলেন, ‘এ ছাড়া বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করে (কোচরা)। ওই সময় ছুটি দিতে হবে। কিন্তু ওই সময় ছুটি দিলাম, তখন জাতীয় দলের খেলা থাকলে কী হবে? এসব কিছুতে হাথুরুসিংহের কোনো সমস্যা নেই। ও যেটা ধরে সেটিতেই থাকে। এটি একটি বিরাট সুবিধা।’

পাশাপাশি নাজমুল হোসেন পাপন আরও জানান, ‘এরই মধ্যে আমরা প্রোগ্রাম ম্যানেজার নিয়েছি। সেও নিউ সাউথ ওয়েলসের। সব প্রোগ্রামের মধ্যে সমন্বয়ের জন্য এটি করা হয়েছে।’

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore