ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

আইপিএলে টস জিতে বোলিংয়ে হায়দ্রবাদ

14 April 2021, 7:49:53

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ষষ্ঠ ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এর সাথে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দ্রবাদ। আজ বুধবার (১৪ এপ্রিল) রাত ৮ টায় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হবে বিরাট কোহলির বেঙ্গালুরু এবং ডেভিড ওয়ার্নারের হায়দ্রাবাদ।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দারুণ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ব্যাঙ্গালুরু। ডিভিয়ার্সের দুর্দান্ত পারফরম্যান্সে জয় পায় দলটি। কিন্তু তারপরও কোহলির দলের একাদশে এই ম্যাচে আসবে পরিবর্তন। করোনামুক্ত হয়ে দলে ফিরবেন ওপেনার দেভদত্ত পাডিকল।

অন্যদিকে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে হায়দ্রবাদ। জয়ের ধারায় ফিরতে মরিয়া ডেভিড ওয়ার্নারের দল। এদিকে হায়দ্রাবাদ শিবিরে সুখবর এনেছে কেন উইলিয়ামসন শতভাগ সুস্থটা। তবে ফিট হলেও গেল ম্যাচে জনি বেয়ারস্টো ভালো করায় এই ম্যাচে একাদশে জায়গা নাও পেতে পারেন কিউই অধিনায়ক।

সম্ভাব্য একাদশ:

রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু: বিরাট কোহলি, এবিডি ভিলিয়ার্স, দেবদত্ত পদিক্কল, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যানিয়্যাল ক্রিশ্চান, ওয়াশিংটন সুন্দর, কাইলি জেমিসন, হর্শাল পাটেল, মোহাম্মদ সিরাজ, উজভেন্দ্রা চাহাল, শেহবাজ আহমেদ।

সানরাইজার্স হায়দ্রাবাদ: ডেভিড ওয়ার্নার, মনিষ পাণ্ডে, হৃদ্দিমান সাহা, জনি বেয়ার্স্টো, আবদুল সামাদ, বিজয় সংকর, মোহাম্মাদ নবী, রশিদ খান, ভুবেনশ্বর কুমান, টি নটরঞ্জন, সন্দ্বীপ শর্মা।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: