
কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ফুটবল ও ক্রিকেটের আন্তর্জাতিক ম্যাচে হারের দুঃসংবাদ পেয়ে দেশের ক্রীড়ামোদিরা যখন হতাশায় ডুবছে তখনই সুসংবাদে ভাসালো জাতীয় কাবাডি দল।
ঘরের মাঠে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
শুক্রবার সন্ধ্যায় পল্টন ময়দান সংলগ্ন ভলিবল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে কেনিয়াকে ৩৪-২৮ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ।
খেলায় প্রথমার্ধে অনেক এগিয়েছিল কেনিয়া। ১৮-১০ পয়েন্টে বিরতিতে গিয়েছিল অতিথি দলটি।
বাংলাদেশের এমন পারফরম্যান্সে হতাশ হয়ে পড়েছিলেন দর্শকরা।
কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। ৮ পয়েন্ট দ্রুত তুলে নিয়ে সমতায় ফেরে বাংলাদেশ। তারপর একের পর এক পয়েন্ট বাগিয়ে নিয়ে কেনিয়াকে পেছনে ফেলে তারা।
শেষ পর্যন্ত ৩৪-২৮ পয়েন্টে কেনিয়াকে হারিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশকে আন্তর্জাতিক ট্রফি উপহার দিল বাংলাদেশের কাবাডি খেলোয়াড়রা।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
- © সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
- অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: [email protected] | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Comments: