ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

তাইজুল ঘূর্নিতে কাঁপছে পাকিস্তান

28 November 2021, 12:16:30

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের শুরুটা দূর্দান্ত করল টাইগাররা। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই মাত্র ৩৬ রানে ৪ উইকেট তুলে নিয়েছে তাইজুল-মিরাজরা। তাইজুল একাই তুলে নিয়েছেন তিনটি উইকেট। দিনের শুরুতেই প্যাভিলিয়নে ফিরিছেন শফিক, আজহার আলী, বাবর আজম ও ফওয়াদ আলমকে।

আজ রবিবার তৃতীয় দিনে আবিদ ৯৩ রানে এবং শফিক ৫২ রানে থেকে খেলা শুরু করেন। তবে পাকিস্তানের অভিষিক্ত ওপেনার আব্দুল্লাহ শফিককে দিনের শুরুতেই সাজঘরে পাঠিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। তাইজুলের স্কিড করা বল লাগে শফিকের পায়ে, জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। পাকিস্তান রিভিউ নেওয়ার চেষ্টা করেনি। শফিক আউট হন ১৬৬ বলে ৫২ রান করে।

পরের বলেই তাইজুল ফেরান আজহার আলীকে। নতুন ব্যাটসম্যান আজহারের পায়ে লাগলেই জোরালো আবেদন করেন তাইজুলরা। কিন্তু আম্পায়ার সাড়া দেননি। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক রিভিউ নিতে দেরি করেননি। পরে দেখা যায় আজহার ক্লিন আউট। ০ রানে ফেরেন এই ব্যাটসম্যান। উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ শিবির। দিনের প্রথম ওভারেই জোড়া উইকেট নিয়ে সুন্দর শুরু এনে দিয়েছেন তাইজুল।

এরপর বাবর আজমকে সরাসরি বোল্ড করে মাঠ ছাড়া করালেন মেহেদী হাসান মিরাজ। উইকেটে থিতু হওয়ার চেষ্টায় থাকা পাকিস্তান অধিনায়ক ৪৬ বলে ১০ রান করেন। বাবরের উইকেটের পর ক্রিজে আসেন ফওয়াদ আলম। তাইজুলের ঘূর্নিতে পরাস্ত হয়ে এই ব্যাটাররাও লিটনের ক্যাচে পরিণত হয়ে মাঠ ছাড়েন মাত্র ৮ রান করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান। ১১৭ রান নিয়ে ব্যাটিং করছেন আবিদ আলী। তার সঙ্গী হিসেবে ক্রিজে আছেন মোহাম্মদ রিজওয়ান।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: