ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনিশ্চিত সাকিব-নুরুল

30 October 2021, 6:34:50

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবের খেলা অনিশ্চিত।

শুধু সাকিব আল হাসানই নন, তার মতো ইনজুরিতে আছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানও। চোটের কারণে সবশেষ উইন্ডিজ ম্যাচে খেলতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তার খেলা অনিশ্চিত।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, সাকিবের হ্যামস্ট্রিংয়ে কিছু ইস্যু আছে, আজকে তো মোটামুটি খেলা শেষ করতে পারল, আমাদের হাতে পরবর্তী ম্যাচের আগে তিন দিন সময় আছে, তাড়াহুড়ো নেই। দুই দিন বিশ্রাম নেওয়ার পর কী উন্নতি হয় তারপর বলা যাবে।

ইংল্যান্ড ম্যাচের আগে নেটে ব্যাটিং অনুশীলনের সময় ব্যথা পান নুরুল হাসান সোহান। উইন্ডিজ ম্যাচের আগে ব্যথা বেড়ে যাওয়ায় মাঠে নামা হয়নি সোহানের।

এ ব্যাপারে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, সোহানের ডান টেসটিসে বলের আঘাত লেগেছে। ব্যথা আছে, আপাতত তিন দিন কমপ্লিট রেস্ট দেওয়া হয়েছে। আজকে প্রথমদিন গেল। কাল-পরশু রেস্টে থাকবে। পর্যবেক্ষণ হবে, তখন সিদ্ধান্ত নেব সোহান খেলতে পারবে কিনা।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: