ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

জয়ের পথে বাংলাদেশ

29 October 2021, 7:41:23

দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে স্কুপ, রিভার্স সুইপ বা স্লগ সুইপ করে বেশ কয়েকবার বিতর্কিত হয়েছেন মুশফিকুর রহিম। চলমান বিশ্বকাপেও বেশ কবার এমনভাবে আউট হয়েছিলেন তিনি। আজও করলেন একই ভুল! ক্যারিবিয়ান পেসার রবি রামপলকে স্কুপ করতে গিয়ে বোল্ড হয়ে যান এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। ব্যাট হাতে করেন ৭ বলে ৮ রান।

মুশফিকুর রহিম চলে যাওয়ায় আবারও চাপে পড়েছে বাংলাদেশ। তবে সুপার টুয়েলভের প্রথম জয়ের থেকে অল্প দূরত্বে রযেছে টাইগাররা। বাংলাদেশের ৩০ বলে এখন প্রয়োজন ৪৪ রান। ক্রিজে আছেন লিটন দাশ (৩২ বলে ৩৪ রান) এবং মাহমুদউল্লাহ (৭ রান)।

এর আগে, টাইগারদের ওপেনিংয়ে সমস্যা কাটাতে লিটন বা সৌম্য সরকার থাকতেও ওপেন করেন সাকিব। তবে তিনিও ঘুরলেন একই বৃত্তে। ধীর শুরুর পর ইনার সার্কেলের ভিতর বাজে শটে ফিরলেন মাত্র ৯ রান করে। পরে হোল্ডারের বলে বোল্ড হয়ে ফিরেন আরেক ওপেনার নাঈম (১৯ বলে ১৭ রান)। পাওয়ার প্লেতে দল তোলে মাত্র ২৯ রান। হারায় দুটি মূল্যবান উইকেট।

ছন্দহীন সৌম্য সরকার আবারও সুযোগ পেলেও কাজটা ঠিকঠাক করতে পারেননি। ব্যাট হাতে ১৩ বলে ২ চারে করলেন ১৭ রান। কিন্তু বরাবরের মতো ফিরলেন বাজে শটে। তৃতীয় উইকেটে ভালোই এগোচ্ছিলেন লিটন সৌম্য। ৩১ রান যোগ করার পর আকিল হোসেনের বলে শর্ট থার্ড ম্যানে ক্যাচ দেন সৌম্য।

এদিন বাঁচা-মরার ম্যাচে টস জিতে বোলিংয়ে দারুণ শুরু করে বাংলাদেশ। অবশ্য ম্যাচে পাঁচটি সুয়োগ মিস না হলে আরো অল্পতেই ক্যারিবিয়ানদের আটকে রাখা সম্ভব হতো হয়ত। তবে শেষ পর্যন্ত বাংলাদেশকে জিততে ১২০ বলে ১৪৪ রান করতে হবে।

এদিন শুরুতে গত ম্যাচে ছক্কার ঝড় তোলা এভিন লুইসকে হাত খুলতেই দেননি মোস্তাফিজুর রহমান। বল হাতে লুইসকে কয়েকবার পরাস্ত করার পর শেষে নিজের প্রথম ওভারেই ফিরিয়েছেন।

এরপর নিজের দ্বিতীয় ওভারে স্পিনার মেহেদি এসে তুলে নেন ক্রিস গেইলের উইকেট। দ্রুত দুই উইকেট হারিয়ে কার্যত চাপে পড়া ক্যারিবিয়ানদের আরো চেপে ধরে মেহেদি। পাওয়ার প্লের শেষে নিজের দ্বিতীয় বলে চেজের সহজ ক্যাচ হাতছাড়া হবার পরের বলেই ফিরিয়ে দেন হেটমোয়ারকে।

ফিল্ডিংয়ে ক্যারিবিয়ানদের পাওয়ার প্লের ৬ ওভারে মাত্র ২৮ রানেই আটকে রাখেন মেহেদি-মোস্তাফিজরা। শেষে তাসকিনের দারুণ বুদ্ধিতে কোনো রান না করেই ফিরেন রাসেল।

মোস্তাফিজ-মেহেদিদের বলে শুরু থেকে ধুঁকতে থাকা ক্যারিবিয়ানদের ইনিংসে গতি দিয়েছিলেন নিকোলাস পুরান। আন্দ্রে রাসেল রান আউট হয়ে ফিরলে মাত্র ২২ বলে ৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন পুরান। উনিশতম ওভারে শরিফুলের শিকার হন তিনি। একই ওভারে ক্রিজে থিতু হওয়া রোস্টন চেজকেও ফিরিয়েছেন টাইগার এই পেসার।

অবশ্য উইকেটের সংখ্যা বাড়তে পারতো শরিফুলের। ডিপ কাভারে শরিফুলের বলে জেসন হোল্ডারের অপেক্ষাকৃত সহজ ক্যাচ ছাড়েন আফিফ হোসেন। কিন্তু ২০ তম ওভারে ৩টি ছক্কা হজম করে মোস্তাফিজ। তাতেই ১৪৩ মাঝারি স্কোর গড়েন ক্যারিবিয়নরা। দুটি করে উইকেট নেন তাসকিন, মেহেদি ও মোস্তাফিজ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: