ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

হারে সুপার টুয়েলভ শুরু বাংলাদেশের

24 October 2021, 7:38:37

হারে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে যাত্রা শুরু করল বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ১৭২ রানের টার্গেটে লঙ্কানরা পৌঁছে গেছে ৭ বল ও ৫ উইকেট হাতে রেখেই।

শ্রীলঙ্কান ব্যাটসম্যান চারিথ আসালাঙ্কা ৮০ ও ভানুকা রাজাপাক্ষে ৫৩ রানের ইনিংস খেলেছেন।

এর আগে টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে টাইগাররা। ওপেনার নাঈম শেখ ৫২ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। বিশ্বকাপে এটি নাঈমের দ্বিতীয় ফিফটি। এর আগে প্রথম রাউন্ডে ওমানের বিপক্ষে ম্যাচে ৫০ বলে ৬৪ রানের ইনিংস খেলেছিলেন এই বাঁহাতি ওপেনার।

অফ-ফর্মে থাকা মুশফিকুর রহীমের ব্যাটও হেসেছে আজ। ৩৭ বলে ২ ছক্কা ও ৫ চারের সাহায্যে অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। অধিনায়ক মাহমুদ উল্লাহও অপরাজিত ছিলেন, ৫ বলে ১০ রান করে। শ্রীলঙ্কার পক্ষে চামিকা করুণারত্নে, বিনুরা ফর্নান্ডো ও লাহিরু কুমারা একটি করে উইকেট লাভ করেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: