- মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি আজ, দেখা যাবে ফেসবুক লাইভে
- মনোনয়নপত্র বাতিল চেয়ে নারায়ণগঞ্জ বিএনপি সভাপতির আবেদন
- অর্থপাচার মামলায় এনু-রুপনের ৭ বছরের কারাদণ্ড
- মনোনয়ন নেওয়া সবার তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক
- অটোচালকের দেওয়া আগুনে ঘুমন্ত ছেলে-মেয়ের মৃত্যু, স্ত্রী হাসপাতালে
- শীত শুরু না হতেই ত্বক ফাটতে শুরু করেছে জেনে নিন কিছু টিপস
- নির্বাচনের ১০ দিন আগে মাঠে নামবে বিজিবি, থাকবে ১৩ দিন
- মালয়েশিয়ায় জাল পাসপোর্টসহ তিন বাংলাদেশি গ্রেফতার
- ভূমি ব্যবহারে উপজেলায় মহাপরিকল্পনা করার নির্দেশ প্রধানমন্ত্রীর
- বাঁধাকপির এতো গুণ

এইচপি ও বাংলাদেশ ‘এ’ দলের নতুন সূচি প্রকাশ

চলতি মাসের শুরুতে হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। তবে সিরিজ শুরুর আগেই জাতীয় টেস্ট দলের পেসার আবু জায়েদ রাহির করোনা শনাক্ত হওয়ায় পিছিয়ে যায় সিরিজটি। এবার রাহি সুস্থ হওয়ায় সিরিজের পরিবর্তিত সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
করোনার ধাক্কা সামলে দীর্ঘদিন পর ১৬ সেপ্টেম্বর মাঠে ফিরছে হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াড। জাতীয় টেস্ট দলের খেলোয়াড়সহ বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তারা খেলবে তিনটি ওয়ানডে এবং দুইটি চারদিনের ম্যাচ।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিসিবির প্রকাশিত নতুন সূচি অনুযায়ী চলতি মাসের ১৬-১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে চারদিনের প্রথম ম্যাচ। পরে দ্বিতীয় ম্যাচটি হবে ২৩-২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর তিনদিনের বিরতির পর ৩০ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে খেলবে দুই দল। পরের দুই ম্যাচ ২ ও ৪ অক্টোবর। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামে।
চলতি বছরে নভেম্বরের আগে বাংলাদেশের কোনো ওয়ানডে কিংবা টেস্ট ম্যাচ নেই, তাই এই দুই ফরম্যাটের ক্রিকেটার এবং এইচপি ক্রিকেটারদের ম্যাচ অনুশীলনের সুযোগ দিতে আযোজিত হচ্ছে সিরিজটি। মূলত জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করার লক্ষ্যে বিসিবি এই টুর্নামেন্ট আয়োজন করেছে। সিরিজে ‘এ’ দলের হয়ে খেলবেন জাতীয় টেস্ট দলের ক্রিকেটার মুমিনুল হক, সাদমান ইসলাম এবং সাইফ হাসানরা।
এইচপি ও বাংলাদেশ ‘এ’ দলের নতুন সূচি:
প্রথম চারদিনের ম্যাচ- ১৬-১৯ সেপ্টেম্বর দ্বিতীয় চারদিনের ম্যাচ-২৩-২৭ সেপ্টেম্বর
প্রথম ওয়ানডে- ৩০ সেপ্টেম্বর
দ্বিতীয় ওয়ানডে- ২ অক্টোবর
তৃতীয় ওয়ানডে- ৪ অক্টোবর।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: