ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

ওপেনিং সমস্যা কেটেছে, চারে খেলবেন মুশফিক

30 August 2021, 6:18:20

অস্ট্রেলিয়া সিরিজে উদ্বোধনী জুটি নিয়ে বেশ চিন্তায় পরেছিলেন টিম ম্যানেজমেন্ট। ওপেনিংয়ে নাঈম-সৌম্যর পাশাপাশি রাখা হয়েছিল সাকিব এবং মিথুনের নাম। এবার আর সেই সমস্যাটা হবে না বলে জানিয়েছেন টাইগারদের প্রধান কোচ। তিনি জানিয়েছেন, ঘরের মাঠে আসন্ন কিউই সিরিজে ওপেনিংয়ের ভাবনায় থাকছেন তিনজন। আর চারে খেলার সম্ভাবনা আছে দলে ফেরা মুশফিকুর রহিমের।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সোমবার টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো বলেন, ‘আমি ওপেনিং নিয়ে কোনো সমস্যা দেখছি না। জিম্বাবুয়ে সিরিজেই তো রেকর্ড গড়ল উদ্বোধনী জুটি। ওপেনারদের নিয়ে কোনো অসুবিধা নেই। লিটন স্কোয়াডে ফিরেছে। দল নির্বাচন করা হবে কাল (মঙ্গলবার)। ওপেনার হিসেবে ৩ জন আছে- সৌম্য, লিটন, নাঈম। নির্বাচক প্যানেল আগামী ২৪ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেবেন।’

জিম্বাবুয়ে সিরিজের মাঝামাঝি দেশে ফিরে আসা মুশফিকুর রহিম খেলতে পারেননি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও। এবার ফিরছেন কিউইদের বিপক্ষে। আসন্ন সিরিজে তাকে চারে ব্যাটিং পাঠানোর পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। ডোমিঙ্গো বলেন, ‘সম্ভবত মুশফিক চার নম্বরে ব্যাট করবে। সে এই পজিশনে সফল। মিডলের ওভারগুলোতে দায়িত্ব নিয়ে সে ভালোভাবে শেষ করে আসতে পারে। তাকে স্কোয়াডে ফিরে পেয়ে ভালো লাগছে। তাকে চারেই খেলানোর পরিকল্পনা আমাদের।’

এদিকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত কিপিং করে সবার মন জয় করা নুরুল হাসান সোহান উইকেটের পিছনে থাকবে দুই ম্যাচে। প্রথম দুই ম্যাচের পর তৃতীয় ও চতুর্থ ম্যাচে কিপিং করবেন অভিজ্ঞ উইকেটরক্ষক মুশফিকুর রহিম। কোচ বলেন, ‘অবশ্যই, সোহান কিপিং করবে প্রথম দুই ম্যাচে। এই সিরিজটায় আমরা উইকেটকিপিংয়ের দায়িত্ব ভাগাভাগি করে দেওয়ার পরিকল্পনা করেছি। দুজনকেই দুটি করে ম্যাচে দেখব, পরে পঞ্চম ম্যাচে সিদ্ধান্ত নেওয়া হবে (উইকেটরক্ষক হিসেবে কে এগিয়ে)। ওই অপশনগুলো কাভার করা গুরুত্বপূর্ণ। সামনে তাকিয়ে, এটিই পরিকল্পনা। তবে সোহান প্রথম ম্যাচে কিপিং করবে।’

আগামী মাসের ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। সিরিজের পরের ম্যাচগুলো হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। পাঁচটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।

নিউজিল্যান্ড দল বাংলাদেশে শেষবার খেলেছে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। দ্বিপাক্ষিক সিরিজ তারা সবশেষ খেলে গেছে ২০১৩ সালে। নিউজিল্যান্ডের বিপক্ষে এই ফরম্যাটে এখনও জয়ের দেখা পায়নি টাইগাররা। সবমিলিয়ে ১০টি টি-টোয়েন্টি খেলে সবগুলোতেই হেরেছে সাকিব-রিয়াদরা। এবার ঘরের মাঠে সিরিজটিতে সেই উপলক্ষ আসবে নিশ্চয়ই!

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: