শুরুতেই বিপদে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে নিজেকে হারিয়ে খুঁজছেন টাইগার ওপেনার সৌম্য সরকার। ৫ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৯ বলে ২, দ্বিতীয় ম্যাচে ০ আর তৃতীয় ম্যাচে জাম্পার বলে এলবি হয়ে ফিরলেন ২ রানে। এদিন শুরুতেই হ্যাজলউডের বলে ফিরেন আরেক ওপেনার নাইম শেখও। প্রথম দুই ম্যাচে তার ব্যাট থেকে রান আসলেও এ ম্যাচে আসে মাত্র ১ রান। ৩ রানে দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪ রান। ক্রিজে চাপ কাটানোর চেষ্টা করছেন অধিনায়ক রিয়াদ (৭ বলে ৮ রান) ও সাকিব (৪ রান)।
এদিন শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে দেড় ঘন্টারও বেশি দেরী হয় ম্যাচ শুরু হতে। সন্ধ্যা ৭টায় টস করতে নামে দুই অধিনায়ক। সিরিজের গুরুপ্তপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ।
ম্যাচে বাংলাদেশ একাদশে কোন পরিবর্তন নেই। তবে অস্ট্রেলিয়া একাদশে তিন পরিবর্তন নিয়ে নামছে। একাদশে জায়গা হারিয়েছে জশ ফিলিপে-অ্যান্ড্রু টাই। দলে থাকছেন না পেসার মিচেল স্টার্ক। তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছে বেন ম্যাকডারমট ও ড্যান ক্রিশ্চিয়ান। অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হচ্ছে পেসার ন্যাথান এলিসের।
বাংলাদেশের একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়ার একাদশ: ম্যাথু ওয়েড (অধিনায়ক), আলেক্স ক্যারি, বেন ম্যাকডারমট, ড্যান ক্রিশ্চিয়ান, মিচেল মার্শ, মোজেজ হেনরিকস, অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, ন্যাথান এলিস, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: