ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

ব্রোঞ্জও জিততে পারলেন না জকোভিচ!

31 July 2021, 6:02:25

সময় খারাপ গেলে কোনো কিছুই যেন ঠিকঠাক হয় না। গতকাল শুক্রবার টোকিও অলিম্পিকে ছেলেদের এককে অ্যালেক্সান্ডার জভেরেভের কাছে হেরে যান নোভাক জোকোভিচ। সোনার পদক হারিয়ে নিশ্চিত হয়ে যায় যে, তার ‘গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম’ জয় আর হচ্ছে না। মিশ্র দ্বৈতেও হেরে বসেছিলেন। আজ দেখার বিষয় ছিল, তিনি সান্ত্বনার ব্রোঞ্জ পদক জিততে পারেন কি না।

কিন্তু না, চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন এবং উইম্বলডন জয়ী জোকোভিচ আজ ব্রোঞ্জও জিততে পারেননি! স্পেনের পাবলো কারেনিয়া বুস্তার কাছে ৬-৪, ৭-৬, ৬-৩ গেমে হেরে ছেলেদের এককে চতুর্থ হয়েছেন। এই নিয়ে ২৪ ঘন্টার মধ্যেই তিনবার হারলেন জোকোভিচ। যদিও সোনার পদক মিস করার পর তিনি বলেছিন যে, মানসিকভাবে ভেঙে পড়েছেন।

১৯৮৮ সালে গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন স্টেফি গ্রাফ। এরপর থেকে এখন পর্যন্ত কেউ আর এটা করে দেখাতে পারেননি। একই বছর অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন এবং অলিম্পিকে চ্যাম্পিয়ন হলে তাকে ‘গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম’ বলে। এই ব্যর্থতায় নোভাক জোকোভিচ হতাশ বললেও কম বলা হয়। এই মুহূর্তে নিজেকে সান্ত্বনা দেওয়ারও ক্ষমতা নেই তার।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: